Daily Frontier News
Daily Frontier News

অনাবাদি কৃষি জমি ফসল উৎপাদনের আওতায় আনতে হবে -বিশ্বনাথে জেলা প্রশাসক

 

মো:ছালেক উদ্দিন, বিশ্বনাথ প্রতিনিধি

 

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন, কৃষি ও কৃষকের কল্যাণের জন্য আমাদের দেশে পরিত্যাক্ত হয়ে থাকা অনাবাদি কৃষি ফসল উৎপাদনের আওতায় আনতে হবে। এতে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি ধান-চাল রপ্তানী করে দেশের রাজস্ব বৃদ্ধি করা যাবে। মৎস্যচাষে এগিয়ে এলে আমাদের আমিষের চাহিদা পূরণ করাও সম্ভব হবে। বাড়ির আঙ্গিনা’সহ পরিত্যক্ত ভ‚মিতে বৃক্ষ রোপন করলে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ-সুন্দর ও নির্মল পরিবেশে বসবাস করার সমাজ উপহার দিতে পারব। আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠাই জাতি হিসেবে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
তিনি বৃহস্পতিবার (৮ মে) সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিদর্শনকালে নানান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। উপজেলা পরিদর্শনকালে ‘বিশ্বনাথ থানা, পৌরসভা, উত্তর ধর্মদা কমিউনিটি ক্লিনিক, দন্ডপানিপুর আশ্রয়ন প্রকল্প’ পরিদর্শন করে জেলা প্রশাসক উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত ‘কৃষি জমির সর্বোচ্চ ব্যবহারের লক্ষ্যে উপজেলার সকল কর্মকর্তা ও কৃষক প্রতিনিধিদের সাথে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা, মৎস্যচাষী প্রশিক্ষণ ও মৎস্য খাবার-পোনা বিতরণ, জুলাই বিপ্লবে আহত যোদ্ধাদের মাঝে সরকারি অনুদান প্রদানের চেক বিতরণ, পরিবেশ সুরক্ষায় ফজল-বনজ ও ঔষধী গাছের চারা রোপন-বিতরণ’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত পৃথক পৃথক অনুষ্ঠানগুলোতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভ‚মি) আলা উদ্দিন কাদের, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা প্রজেস চন্দ্র দাস, প্রকৌশলী আবু সাঈদ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন, থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী প্রমুখ।

Daily Frontier News