(প্রেসবিজ্ঞপ্তি)
২৬.১১.২০২৩.
. আগামীকাল ২৭ নভেম্বর সোমবার ১৯৯০ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মহান শহীদ জাসদনেতা ডা. শামসুল আলম খান মিলন হত্যাদিবস।
জাসদ প্রতি বছর ২৭ নভেম্বর ডা. মিলন দিবস হিসাবে পালন করে।শহীদ ডা. মিলন দিবসে জাসদের কেন্দ্রীয় কর্মসূচি:
সকাল ৭-৩০টায় কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ঢাকা মেডিকেল কলেজের গেইটে জমায়েত হয়ে সকাল ৮-০০টায় মেডিকেল কলেজে ডা. মিলনের সমাধিতে এবং ৮-৩০টায় টিএসসি সংলগ্ন ডা. মিলন সৌধে জাসদ ও সহযোগী সংগঠনসমূহের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হবে এবং জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিকাল ৩-০০টায় তাহের মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
দলের জেলা ও কমিটিসমূহ শহীদ ডাক্তার মিলন দিবস উপলক্ষ্যে আগামীকাল ২৭ নভেম্বর সোমবার শহীদ ডা. মিলনের প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনাসভার কর্মসূচি গ্রহণ করবে।
দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার বরাবরের মত যথাযথ মর্যাদায় আগামীকাল ২৭ নভেম্বর সোমাবার শহীদ ডা. মিলন দিবস পালনের জন্য সকল জেলা/মহানগর ও উপজেলা কমিটির প্রতি আহবান জানিয়েছেন।
বার্তা প্রেরক
সাজ্জাদ হোসেন
দফতর সম্পাদক, জাসদ
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics