প্রেসবিজ্ঞপ্তি
১৫.৬.২৩ইং
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সামমিক স্বৈরাচার ও সাম্প্রদায়িকতার বিরোধী সংগ্রামের সাহসী ছাত্রনেতা বিশিষ্ট উন্নয়ন কর্মী মাহমুদুর রহমান প্রিন্স আর নাই। হাসানুল হক ইনু ও শিরীন আখতারের শোক
________________________
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক শোকবার্তায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮০-৯০ দশকে সামরিক স্বৈরাচর ও সাম্প্রদায়িকতা বিরোধী সংগ্রামের সাহসী সৈনিক, জাসদ সমর্থিত ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি, সৈয়দ আমির হল ছাত্র সংসদের সাবেক জিএস মাহমুদুর রহমান প্রিন্সের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-স্বজন-সহযোদ্ধা-সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। তারা বলেন, প্রয়াত মাহমুদুর রহমান প্রিন্স জাসদ সমর্থতি ছাত্রলীগ এবং সামরিক স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা বিরোধী সংগ্রাম থেকে যে উন্নত আদর্শ-নৈতিকতা-মূল্যবোধ অর্জণ করেছিলেন ব্যক্তিগত ও কর্মজীবনে সেগুলির বহিঃপ্রকাশ ছিল।
মাহমুদুর রহমাম প্রিন্স আজ ১৫ জুন ভোর ৩টায় বাসায় আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হলে ল্যাব এইডে হাসাপাতালে সিসিইউ’তে ভর্তি করা হয়। চিকিৎসক অনেক চেষ্টা চালালেও দুপুর ১-৪৫টায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, এক কন্যা, বৃদ্ধা মাতাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গিয়েছেন। তার অসুস্থতা ও মৃত্যুর খবর শুনে সেই সময়ের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহপাঠি, বন্ধুবান্ধব, ছাত্রআন্দোলনের নেতা-কর্মীরা হাসপাতাল ও জানাজায় অংশগ্রহণের জন্য ছুটে আসেন।
আজ বাদ মাগরেব কল্যানপুর হাউজিং সোসাইটি জামে মসজিদে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তার মরদেহ আগামীকাল ভোরে তার গ্রামের বাড়ি নড়াইলে নিয়ে যাওয়া হবে। সেখানে বাদ জোহর নড়াইল শহরে ঈদগাহে দ্বিতীয় জানাজার নামাজ শেষে মহেষখোলা গোরস্থানে তাকে সমাহিত করা হবে।
বার্তাপ্রেরক
সাজ্জাদ হোসেন,
দফতর, জাসদ
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics