Daily Frontier News
Daily Frontier News

জনতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

আবু জাহান তালুকদার, সুনামগঞ্জ ::

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়ের পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৭ মার্চ) দুপুরে কমিটি গঠন উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ইউপি সদস্য শফিকুল ইসলামকে কমিটির সভাপতি মনোনীত করা হয়।

গঠিত এ কমিটির অন্যান্যরা হলেন, শিক্ষক প্রতিনিধি সদস্য হাবিবুর রহমান, রফিকুল ইসলাম, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য সুপ্তি হালদার, অভিভাবক সদস্য সামনুর আখঞ্জী, শিশির রঞ্জন পাল, সেলিম রেজা, দিজেন সরকার, নার্গিছ বেগম, প্রতিষ্ঠাতা সদস্য নুরুল ইসলাম ও সদস্য সচিব পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোদাচ্ছির আলম।

এদিকে নব-নির্বাচিত সভাপতিসহ সকল সদস্য ন্যায় ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য সবিনয় অনুরোধ জানিয়ে সকলকে অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।

আগামী দুই বছরের জন্য এ নতুন পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়ে নব-নির্বাচিত সভাপতি শফিকুল ইসলাম বলেন, আমাকে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করায় আমি সকলের প্রতি কৃতজ্ঞ। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমি যেন কাজ করতে পারি এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।

Daily Frontier News