ছাতক প্রতিনিধিঃ-
সুনামগঞ্জের ছাতকের প্রবীন মুরব্বি, সমাজসেবী মকসুদুর রহমান চৌধুরির কুলখানি সম্পন্ন হয়েছে।) গত ১নভেম্বর )বুধবার দুপুরে মরহুমের নিজ বাড়ি উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের তারাপুর গ্রামে এ কুলখানি সম্পন্ন হয়। এর আগে মরহুমের পুত্র যুক্তরাজ্য প্রবাসী মাওলানা সিদ্দিকুর রহমান চৌধুরির প্রতিষ্ঠিত মাদরাসা-ই তানজিমুস সুন্নাহ এতিমখানা বাদেশ্বড়ী-তারাপুরের হল রুমে মরহুমের স্মরণে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুমের জামাতা কালারুকা লতিফিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান তাজুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখালগঞ্জ ডিকিউ আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, জামেয়া ইসলামিয়া দারুল হাদিস জাউয়ার শিক্ষক মাওলানা ফজল উদ্দিন, মরহুমের ভাগ্নে রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা শামছুল কবির মিছবাহ চৌধুরি, জাহিদপুর দাখিল মাদরাসার সহ সুপার মাওলানা মুখতার আহমদ রাধানগরী, মুরব্বি মাহতাব আলী, কেন্দ্রিয় তালামীযের সাবেক নেতা হাফেজ মাওলানা রফিকুল ইসলাম তালুকদার, ক্বারী আবদুল্লাহ আল মামুন, কবি আহমদ আল কবির চৌধুরি, বাদেশ্বড়ী জামে মসজিদের ইমাম ক্বারী মাওলানা নজরুল ইসলাম, মোশাহিদ আলী চৌধুরি, মরহুমের পুত্র শামছুর রহমান চৌধুরি, আমিনুর রহমান চৌধুরি ও মিনহাজ রহমান চৌধুরি, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, কোষাধ্যক্ষ আতিকুর রহমান মাহমুদ, মাসুদুর রহমান লক্ষী, হাফেজ খালেদ আহমদ, রাজিব আহমদ, এমরান আহমদ, সোহান মিয়াসহ বড়কাপন, বাদেশ্বড়ী, তারাপুর, কপলা, বানায়ত, টুকেরগাঁও গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ, মাদরাসা-ই তানজিমুস সুন্নাহ এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সকালে মরহুমের কবর জিয়ারত করেন মাওলানা আজিজুর রহমান ধনপুরি।
উল্লেখ্য, বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি ও গবেষক, যুক্তরাজ্য প্রবাসী, মাদরাসা ই তানজিমুস সুন্নাহ ইয়াতিমখানা বাদেশ্বড়ী-তারাপুর’র প্রতিষ্ঠাতা ও এ প্রতিষ্ঠানের দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্টের নাজিম মাওলানা সিদ্দিকুর রহমান চৌধুরির পিতা সমাজসেবী মকসুদুর রহমান চৌধুরি গেল ২৬ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। মৃত্যুকালে ৬ পুত্র ও ৫ কন্যা নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে যান।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics