Daily Frontier News
Daily Frontier News

সরাইলে ফাইনাল লাঠি খেলা অনুষ্ঠিত।

 

মো. রুবেল মিয়া

ব্রাহ্মাণবাড়িয়ার সরাইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এক লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।

১১জুন ২০২৩ খ্রিঃ , রবিবার বিকালে উপজেলার নোয়াগাও পূর্বপাড়া প্রয়াত মিয়াছান মেম্বার বাড়ির সামনে এ খেলার আয়োজন করে স্থানীয় এলাকাবাসী।উক্ত খেলায় ৭ টি দল অংশগ্রহণ করেন।

এ খেলাকে ঘিরে স্থানীয়দের মাঝে ছিল উৎসবের আমেজ। কালের ক্রমে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী এ প্রাচীন লাঠি খেলা দেখতে ভিড় করেন নানা বয়সের মানুষ। ঢাক-ঢোল আর কাঁসার ঘণ্টার শব্দে চারপাশ উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। বাদ্যের তালে নেচে নেচে লাঠি খেলে অঙ্গভঙ্গি প্রদর্শন করে লাঠিয়ালরা। তার পর পরই চলে লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও তাকে আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। এসব দৃশ্য দেখে আগত দর্শকরাও করতালির মাধ্যমে উৎসাহ জোগায় খেলোয়ারদের।

স্থানীয় ১নং ওয়ার্ড মেম্বার মারাজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক শেখ মুছলে উদ্দিন হেলাল।

এছাড়াও উপস্থিত ছিলেন, স্থানীয় ১,২ ও ৩ নং ওয়ার্ড মহিলা মেম্বার নাদিরা বেগম, ১ নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মুকিম খান, রাইছ মিয়া, জামাল সরদার, আব্দুল ওসন সরদার, ওলি সরদার, বাবর আলী সরদার, জাহিদুল হক প্রমুখ।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শেখ মুছলে উদ্দিন হেলাল এর পক্ষ থেকে প্রত্যেক খেলোয়াড়দের মাঝে পুরষ্কার হিসেবে—১টি করে লুঙ্গি ও গেঞ্জি দেয়া হয়।

Daily Frontier News