Daily Frontier News
Daily Frontier News

নালিতাবাড়ী উপজেলা পরিষদের উদ্যোগে ৪ হাজার কৃষক পেলো সরিষা বীজ

 

 

রবিউল ইসলাম নালিতাবাড়ী প্রতিনিধি :-

 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার প্রান্তিক পর্যায়ে চার হাজার কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে সরিষা বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা কৃষি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে এক কেজি করে সরিষা বীজ বিতরণ উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এ বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন, ভেটেরিনারি সার্জন আবু সায়েম, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফারুক হোসেন, নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি আবদুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির প্রমুখ ।

বক্তরা এ সময় নালিতাবাড়ী উপজেলায় সরিষার উৎপাদন বাড়াতে বিভিন্ন ভাবে উৎসাহ উদ্দীপনা জাগায়।
উদ্বোধনী দিনে ১০০ জন কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে সরিষা বীজ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার ১২ ইউনিয়নের ৪ হাজার কৃষক-কৃষাণীর মাঝে এ সরিষা বীজ বিতরণ করা হবে।

Daily Frontier News