Daily Frontier News
Daily Frontier News

গ্রামীণ ব্যাংকের উদ্যোগে ত্রৈমাসিক কেন্দ্র প্রদান বৈঠক ও গাছের চারা বিতরণ

 

মীর আমান মিয়া লুমান, ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

গ্রামীণ ব্যাংক ছাতক শাখার উদ্যোগে ত্রৈমাসিক কেন্দ্র প্রধান বৈঠক ও গাছের চারা বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে ব্যাংক শাখায় ত্রৈমাসিক কেন্দ্র প্রধান বৈঠকে কেন্দ্র প্রধানগণের মধ্যে গাছের চারা বিতরন করা হয়।
সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের এবারের বৃক্ষ রোপনের প্রতিপাদ্য বিষয় ”গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি ” এই স্লোগানের সাথে একমত পোষণ করে প্রধান অতিথির বক্তব্য সুনামগঞ্জের জোনাল ম্যানেজার মোহাম্মদ মোশারেফ হোসেন বলেন, ছাতক শাখার প্রত্যেক সদস্য চারা গাছ গুলো রোপন করে তার সঠিক পরিচর্যা করবেন এবং অন্যকে গাছ লাগাতে উৎসাহিত করবেন। ব্যাংকের মাঠ পর্যায়ে শৃংঙ্খলা রক্ষা ও কর্মসূচি বাস্তবায়নে কেন্দ্র প্রধানগণ আন্তরিকতার সাথে গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য অন্যান্য সদস্যদের মাঝে তুলে ধরতে পারলে এলাকার দরিদ্র জনগনের আর্থ সামাজিক উন্নয়ন করা সহজ হবে। এক্ষেত্র সকল কেন্দ্র প্রধানদের সহযোগিতা কামনা করেন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন ছাতক এরিয়া ম্যানেজার খন্দকার সোলায়মান, ছাতক শাখার ম্যানেজার ছয়ফুল আলম খাঁ সহ শাখার কর্মকর্তা-কর্মচারী ও কেন্দ্রের প্রধান সদস্যবৃন্দ।##

Daily Frontier News