নিজস্ব প্রতিনিধি, আনোয়ার হোসেন।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পুনরায় ক্ষমতায় এলে বরিশালে মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দেয়া হবে। তাছাড়া প্রত্যোক বিভাগেই একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দেয়া হবে ৷ বরিশালে মেরিন একাডেমি,বরিশাল বিশ্ববিদ্যালয় করে দেয়া হয়েছে ৷
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে বরিশাল নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন ।
আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি-জামায়াত এই নির্বাচনকে ভণ্ডুল করার জন্য সারা বিশ্বে এখন টাকা ছড়াচ্ছে। দেশের ভবিষ্যৎ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি।
শিক্ষার দিকে নজর দিয়েছি, বিশেষ প্রণোদনা দিয়েছি।শেখ হাসিনা বলেন, আমরা যখন জনগণের জন্য উন্নয়ন করি, তখন ওই বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাস করে। রেললাইনের ফিস প্লেট ফেলে দিয়ে, বগি ফেলে দিয়ে মানুষ হত্যার ফাঁদ পাতে। রেলে আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে।
মা-সন্তানকে বুকে জড়িয়ে রেখেছে- এই অবস্থায় আগুনে পুড়ে কাঠ হয়ে গেছে। এই দৃশ্য পুরো বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। বাসে আগুন, গাড়িতে আগুন, ঠিক ২০০১ সালে শুরু করেছিল। এরপর ২০১৩-১৪ একই ঘটনা ঘটায়। এখন আবার অগ্নিসন্ত্রাস শুরু করেছে।
আমি বিএনপি-জামায়াতকে ধিক্কার জানাই।প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠন করে। বিএনপির দুঃশাসনে জনগণ তাদের প্রত্যাখ্যান করে আমাদের ক্ষমতায় রেখেছে।
আজ ২০২৩ সাল, আমরা বদলে যাওয়া বাংলাদেশে। আজকে দেশে দুর্ভিক্ষ নেই, মঙ্গা নেই। যে মানুষ একবেলা খেতে পারতো না, এখন তারা তিন বেলা খেতে পারছে।প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা বিনামূল্যে বই বিতরণ করছি। অসহায়দের ভাতা দিচ্ছি। আজকে ১০ কোটি মানুষ উপকারভোগী ৷
উল্লেখ্য, আজ ২৯ ডিসেম্বর শুক্রবার বরিশালে আওয়ামীলীগের নির্বাচনী জনসভায় যোগ দিতে বরিশাল যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ দুপুর পৌনে একটার সময় বরিশাল পৌঁছেন তিনি ৷ এরপর সার্কিট হাউসে অবস্থান করে বিকেলে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ভাষণ প্রদান করেন প্রধানমন্ত্রী।
এসময় বরিশাল বিভাগের সকল থানা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics