রবিউল ইসলাম নালিতাবাড়ী প্রতিনিধি
শেরপুর দুই আসনের এমপি বেগম মতিয়া চৌধুরী নিজ নির্বাচনী এলাকার মাধ্যমিক ও নিন্মমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত মেধা তালিকায় সেরা ১৬ জন শিক্ষার্থী ও কবরস্থান এবং শ্মশানে মাটি ভরাটের জন্য কোটি টাকার উপরে আর্থিক প্রণোদনা দিলেন সংসদ উপনেতা, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী এমপি।
রোববার (১২ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত শেরপুর-২ নকলা ও নালিতাবাড়ী উপজেলায় পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিআর, কাবিটা এবং স্বেচ্ছাধীন তহবিল থেকে নগদ অর্থ এবং চেক বিতরণ করেন তিনি। এদিন নালিতাবাড়ী প্রেসক্লাবের কল্যাণ তহবিলে এক লাখ দুই হাজার টাকার চেক প্রদান করেন মতিয়া চৌধুরী। এছাড়াও ৫ হাজার ১শ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনার আওতায় ২ কেজি করে হাইব্রিড বোরো ধানবীজ বিতরণ করেন তিনি।
সকাল নয়টায় নালিতাবাড়ী উপজেলার কেন্দুয়াপাড়া মাদরাসা মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিলের সভাপতিত্বে, দশটায় মুজিব শতবর্ষ মঞ্চে, এগারোটায় উপজেলা অডিটরিয়ামে টিআর, কাবিটা ও স্বেচ্ছাধীন তহবিলের অর্থ এবং ধানবীজ বিতরণ করেন মতিয়া চৌধুরী। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, হাজি মোশারফ হোসেন, কেন্দ্রীয় উপ-কমিটির নেতা গোপাল চন্দ্র সরকারসহ আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন মতিয়া চৌধুরী উপজেলার মাধ্যমিক ও নিন্ম মাধ্যমিক পর্যায়ের ৬৫টি স্কুল-মাদরাসার ৪ হাজার ৮৮০ জন শিক্ষার্থীর মাঝে এক হাজার করে ৪৮ লাখ ৮০ হাজার টাকা প্রদান করেন। এছাড়াও কবরস্থান ও শ্মশান মিলে ৫৬টি প্রতিষ্ঠানে ৫ হাজার করে টাকা বিতরণ করেন মতিয়া চৌধুরী।
পরে দুপুরে নকলার চরমধুয়া বিদ্যালয় মাঠে এবং বিকেলে নকলা মুজিব শতবর্ষ মঞ্চে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানীনের সভাপতিত্বে টিআর, কাবিটা ও স্বেচ্ছাধীন তহবিলের অর্থ বিতরণ করেন মতিয়া চৌধুরী। নকলায় একইভাবে মেধাক্রম অনুসারে শিক্ষার্থীদের মাঝে এক হাজার করে মোট ৪৫ লাখ ৮৬ হাজার টাকা এবং কবরস্থান ও শ্মশানে ৫ হাজার করে টাকা বিতরণ করা হয়। এসময় নকলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics