মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:-
বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ও আয়োজনে বান্দরবান পার্বত্য জেলার মেধাবী ৬৯৫ জন শিক্ষার্থীদের মাঝে ২০২২-২৩ অর্থ বছরের জন্য শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১লা নভেম্বর বুধবার সকালে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনিস্টিউটের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নবনির্মিত অফিস ভবন উদ্বোধন ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান, মোঃ হারুন-অর-রশীদ,সদস্য (প্রশাসন),মোঃ জসিম উদ্দীন,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ আলম,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম,বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভাইস চেন্সেলর ড.এম নুরুল ইসলাম, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আবছার চৌধুরী,মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জান্নাতুল মাওয়া,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ,পৌর মেয়র মোঃ সামসুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত,বান্দরবানের প্রথম শ্রেণির ঠিকাদার বাবু উজ্জ্বল কান্তি দাশ,রেডক্রিসেন্ট সোসাইটি সাধারণ সম্পাদক অমল কান্তি দাশ, ঠিকাদার মিলন কোম্পানি,সহ সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
বান্দরবান জেলার কলেজ পর্যায়ে ২৬৫ জন শিক্ষার্থী কে ৭ হাজার টাকা করে ১৮ লক্ষ ৫৫ হাজার,বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৪৩০ জন শিক্ষার্থী কে ১০ হাজার টাকা করে ৪ লক্ষ ৩০ হাজার টাকা সহ সর্বমোট ৬৯৫ জন শিক্ষার্থীর মাঝে ৬১ লক্ষ ৫৫ হাজার টাকা শিক্ষাবৃত্তি তুলে দেন প্রধান অতিথি।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বলেন, একসময় পার্বত্য বান্দরবান জেলাকে পিছিয়ে পড়া জেলা বলা হতো,এখন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব ও ঐকান্তিক প্রচেষ্টার ফলে এখন বান্দরবান জেলার প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের সুফল ভোগ করছে জনসাধারণ। এই সরকারের আমলে জেলার উপজেলা গুলোতেও সরকার শিক্ষার প্রসারের জন্য স্কুল কলেজ গড়ে তুলেছেন।
শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সুযোগ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় হয়েছে, আগামীতে দুরদুন্তের শিক্ষার্থীদের আবাসিক সমস্যার কথা মাথায় রেখে প্রত্যেক কলেজে আবাসিক হোস্টেল সুবিধা রাখার পরিকল্পনা আছে। সরকার শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের পথকে সুগম করতে শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন বৃত্তি প্রদানের ব্যবস্থা করেছে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরাই আগামী দিনে আধুনিক বান্দরবানের নেতৃত্বে আসবে তাই নিজেদের সে ভাবেই তৈরী করতে হবে,৬৪ জেলায় বান্দরবান যেনো শিক্ষাক্ষেত্রে এগিয়ে যায় সে লক্ষে নিয়ে এগিয়ে যেতে হবে।তিনি বলেন নিজের যোগত্যা বলেই তোমাদের ভবিষ্যৎ সুন্দর করতে হবে। এর আগে মন্ত্রী বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের বাস্তবায়নে ৬ কোটি টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নবনির্মিত অফিস ভবন নির্মাণ এর উদ্বোধন করেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics