Daily Frontier News
Daily Frontier News

নাসিরনগরে “জাতীয় ভিটামিন ” এ” প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

 

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
রবিবার ১৮ জুন সকালে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মোনাববর হোসেন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়। এ সময় উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, মেডিকেল অফিসা, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ( ইপিআই) সাখাওয়াত হোসেন সহ স্বাস্থ্যকর্মী। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অভিজিৎ রায় জানান, নাসিরনগর উপজেলায় ১৩ টি ইউনিয়নে ৩১৩ টি টিকাদান কেন্দ্রে (৬ মাস বয়স থেকে ১১মাস বয়স পর্যন্ত) ৫ হাজার ৩২১ জন শিশুকে ভিটামিন-এ প্লাস নীল রঙের ক্যাপসুল ও (১২মাস বয়স থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত) ৪৬ হাজার ৪ শত ১৯ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।টিকাদান কেন্দ্রে৷ স্বাস্থ্যসেবা কর্মী সহ ৬২৬ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে। প্রতিটি টিকাদান কেন্দ্র পরিদর্শন করা হচ্ছে।

Daily Frontier News