Daily Frontier News
Daily Frontier News

জয়পুরহাট আদালত প্রাঙ্গনে বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগারের ভিত্তি প্রস্তর স্থাপন বিচারকদের সাথে মতবিনিময় সভা

 

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান,
জয়পুরহাট প্রতিনিধিঃ-

 

জয়পুরহাট আদালত প্রাঙ্গনে বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগারের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে বিচারকগনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জয়পুরহাটের জজ আদালত চত্তরে প্রধান অতিথি হিসেবে বিশ্রামাগারের ভিত্তি স্থাপন করেন মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি মোস্তফা জামান ইসলাম। পরে জজ আদালত ভবনে বিচারকগনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
এসময় জয়পুরহাটের জেলা ও দায়রা জজ মোঃ নুর ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন
অতিরিক্ত জেলা জজ মোঃ নুরুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, যুগ্ম জেলা জজ কামরুল হাসান, মোঃ সাজেদুর রহমান সহ অন্যান্য জজ ও বিচারকগন।
বিশ্রামাগারটি নির্মাণ হলে বিচার প্রার্থীদের কষ্ট লাঘব হবে বলে জানান বিচারকরা। এছাড়া জয়পুরহাটে বিভিন্ন মামলার বিচার প্রক্রিয়া নিয়ে মতবিনিময় করেন বিচারকরা।

 

Daily Frontier News