Daily Frontier News
Daily Frontier News

চন্ডিতে চা বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র উদ্বোধন

 

আব্দুল জাহির মিয়া ঃ

 

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডিতে ন্যাশনাল টি কোম্পানির চা বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। রবিবার ১০ ডিসেম্বর সন্ধ্যায় চন্ডি মাজার সংলগ্ন এলাকায় কেন্দ্রটি উদ্বোধন করেন ন্যাশনাল টি কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুসা। এসময় কোম্পানির মহাব্যাবস্থাপক সৈয়দ মাহমুদ হাসান, উপ মহাব্যাবস্থাপক কাজী এমদাদুল হক, চন্ডিছড়া চাবাগানের ম্যানাজার ইউসুফ খান, তেলিয়াপাড়া চাবাগানের ম্যনাজার দিপন কুমার সিনহা সাংবাদিক এমদাদুল হক সুহেল সহ চা শ্রমিককর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাগান ব্যবস্থাপক জানান, এখানে দেশের বিভিন্ন স্থান থেকে অনেক পর্যটকের সমাগম হয়। তারা এখানে বাগানের তাজা চা পান ও এখান থেকে চা পাতা কিনতে পারবেন।

Daily Frontier News