কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
আগামী কাল সারা দেশে হোলি উৎসব এবং পবিত্র জুম্মাবার। চলেছে পবিত্র রমজান মাসের রোজা।তাই হোলি উৎসব উপলক্ষে কোথাও ঝামেলা ও মিছিল বের করা এবং মদ্যপান করে মারপিট করতে দেওয়া যাবেনা।এমন নির্দেশ দিয়েছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ কে কার্যকর করার জন্য আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে আগাম সতর্কতা জারি করা হয়েছে।আজ ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী রাহুল গোস্বামী আই পি এস এর নির্দেশ মেনে ইতিমধ্যেই মাইকিং প্রচার শুরু করে দিয়েছে প্রশাসন।আজ বৈকালে ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে উস্তি থানার ওসি আব্দুল মারজান সাহেব তিনি তার উস্তি থানা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবধরনের ব্যাবস্থা নিয়েছেন। আজ উস্তি থানার পক্ষ থেকে মাইকিং প্রচার শুরু করে দিয়েছে। এবং হোলি উৎসব উপলক্ষে কোথাও জোর করে রঙ্গ মাখানো যাবেনা ও কারোর ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক মদ্যপান করাতে পারবেন না। এবং কোথাও গাড়ি ঘোড়া দিয়ে অবরুদ্ধ করে রাখা যাবে। যানজট নিরসনের দায়িত্বে রয়েছে ট্রাফিক পুলিশ। কোথাও যানজট সৃষ্টি করতে পারবেন না। এবং কেমিক্যাল রঙ্গ মাখানো যাবেনা। সেই সঙ্গে পরিবেশ মূলক রং ব্যবহার করতে পারবেন। এবং পবিত্র জুম্মাবার উপলক্ষে কোথাও কারো বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যে রাখতে পারবে না। মদ্যপান করে রাস্তায় দাঁড়িয়ে মাতলামি করতে পারবেন না। এমন কাজ যদি কেউ করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া র ঘোষণা করে দিয়েছে জেলা প্রশাসন। ইতিমধ্যেই ডায়মন্ড হারবার জেলা পুলিশের সুপার শ্রী রাহুল গোস্বামী আই পি এস ও ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শ্রী মিথুন কুমার দে এবং উস্তি থানা ও মগরাহাট থানা র সার্কেল চীফ অফিসার ইনচার্জ শ্রী রাজু সোনকার এবং সুন্দর বন জেলা পুলিশ সুপার শ্রী কোটেশ্বর রাও আই পি এস ও মন্দির বাজার মহাকুমা পুলিশ আধিকারিক শ্রী সুবির বাগ এবং বারুইপুর জেলা পুলিশ সুপার শ্রী পলাশ চন্দ্র ঢালী আই পি এস ও বারুইপুর থানার আই সি শ্রী সম্যোজতি রায় এবং পশ্চিম বাংলার প্রতিটি জেলা পুলিশ সুপার ও তাদের অধীনে থাকা সমস্ত থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা ইতিমধ্যেই সবধরনের ব্যাবস্থা নিয়েছেন। সেই সঙ্গে পশ্চিম বাংলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবধরনের সহযোগিতা চেয়েছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আগামী কাল নবান্ন তে হোলি উৎসব উপলক্ষে বিশেষ কন্ট্রোল রুম খুলে রাখা হয়েছে। সজাগ দৃষ্টি রাখতে তৎপরতা শুরু করেছে পুলিশ প্রশাসন।।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics