আব্দুল জাহির মিয়া চুনারুঘাট হবিগঞ্জ প্রতিনিধি:-
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ৩ দিনে সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন
এক কোটি চৌদ্দ লক্ষ পাঁচ হাজার পাঁচশত টাকা মূল্য মানের ভারতীয় বিভিন্ন রংয়ের উন্নতমানের থান কাপড়, গরু, গরুর মাংস, গাঁজা, বাংলাদেশী রাবার, বাই-সাইকেল ট্রাক এবং কাভার্ড ভ্যান আটক করেছে। ৫৫ বিজিবি’র সূত্রে জানা যায়, বিজিবি’র বিশেষ টহলদল মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় সিলেট হতে ছেড়ে আসা একটি ট্রাককে টহলদল চ্যালেঞ্জ করলে চালক ট্রাকটি ফেলে দ্রুত অন্যত্র চলে গিয়ে আত্মগোপন করে। পরবর্তীতে, টহলদল ট্রাকটি তল্লাশী করে ট্রাকে কৌশলগতভাবে লুকিয়ে রাখা আনুমানিক সাড়ে তিন টন হিমায়িত ভারতীয় গরুর মাংসসহ ট্রাকটিকে আটক করা হয়।
একইভাবে,এছাড়াও, ৫৫ বিজিবি’র অধীনস্থ গুটিবাড়ী এবং চিমটিবিল বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক ০৩ টি চোরাচালান বিরোধী অভিযানে মালিকবিহীন ০৫ টি ভারতীয় গরু, ৪০ কেজি গাঁজা, ১০০ কেজি বাংলাদেশী রাবার এবং ০১ টি বাই-সাইকেল আটক করতে সক্ষম হয়।
গত ০৩ (তিন) দিনে শ্রীমঙ্গল, চুনারুঘাট এবং মাধবপুর উপজেলার সীমান্তবর্তী দূর্গম এলাকাগুলোতে পাঁচটি পৃথক অভিযান চালায় ৫৫ বিজিবি। অভিযানে আটককৃত মালামালগুলো নিয়মানুযায়ী আইনানুগ প্রক্রিয়ায় চুনারুঘাট ও মাধবপুর থানায় হস্তান্তর করে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
অভিযানের বিষয়ে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান জানান,আমরা সীমান্তে চোরাচালান ও মাদক প্রবেশ রোধে সর্বদা সজাগ। এই ধরনের সফল অভিযান দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সহায়তা করবে।
তিনি আরও বলেন,সীমান্তে শুধু পাহারা নয়,জনগণের সহায়তায় অপরাধ দমনে আমরা দৃঢ়ভাবে কাজ করি। কেউ অবৈধ কর্মকান্ডের খবর পেলে দেরি না করে আমাদের জানাতে অনুরোধ করছি।”
৫৫ বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাচালান রোধে সীমান্তে নজরদারি আরও বাড়ানো হবে এবং এই ধরনের আকস্মিক অভিযান চলমান থাকবে। চোরাচালান ও মাদকবিরোধী কর্মকান্ডে ‘শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স)’ নীতিতে কাজ চালিয়ে যাবে বিজিবি।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics