Daily Frontier News
Daily Frontier News

সাধারণ মানুষের স্বার্থে ট্রাফিক ও জানজট মুক্ত করতে সাব ট্রাফিক স্টেশন উদ্বোধনে পুলিশ সুপার

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

 

আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশের পক্ষ থেকে ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে মগরাহাট থানা এলাকায় যানজট নিরসনের চেষ্টা করতে এবং সাধারণ মানুষের পথ নিরপত্তা দিতে একটি ট্রাফিক পুলিশ স্টেশনে র শুভ উদ্বোধন করলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী রাহুল গোস্বামী আই পি এস ও ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শ্রী মিতুন কুমার দে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পূর্বে প্রায় পাঁচ লাখ মানুষের বসবাস। সেই সঙ্গে মুসলিম উম্মাহর জন্য রয়েছে ঐতিহাসিক দুই টি তবলীগ জামাতের মারকাজ ও সনাতনের জন্য রয়েছে বহু পুরানো দিনের মা কালীর মন্দির এবং খৃষ্টান ধর্মের মানুষের জন্য এখানে রয়েছে দুটি বড় গির্জা এবং এখান থেকে প্রায় কয়েক হাজার যাত্রী চলাচল করে প্রতিদিন। এখানে প্রতিদিন ট্রেন ধরার জন্য কয়েক হাজার যাত্রী চলাচল করে মগরাহাট রেলওয়ে স্টেশন থেকে। এখান থেকে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে কলকাতা ও শিয়ালদহ স্টেশনে। প্রতিদিন এখানে মার্কেট বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। মগরাহাট বাজার বসে সপ্তাহে দুই বার। এবং এখানে কেনাকাটা করতে আসে কয়েক হাজার মানুষ। প্রতিদিন এখানে জানজটের সৃষ্টি হয়। পথে নামে পুলিশ ও সিভিক পুলিশ। মগরাহাট থানা এলাকায় থেকে প্রতিদিন কয়েক হাজার গাড়ি চলাচল করে থাকে। তাতে প্রচুর পরিমাণে জানজট এর সৃষ্টি হয়।এই জানজটের কারণে বহু নিত্যযাত্রীরা বেসামাল হয়ে পড়ে। ভিড়ের মধ্যে হিমসিম খেতে হয় আম আদমির। এমন অবস্থা দেখে ডায়মন্ড হারবার জেলা পুলিশ পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় জানজট মুক্ত করতে ট্রাফিক পুলিশের একটি টিম এর জন্য সাব ট্রাফিক স্টেশন তৈরি করতে। সেই মতো কাজ শুরু হয় এবং আজ তার শুভ উদ্বোধন করেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী রাহুল গোস্বামী আই পি এস। এবং তাঁকে সাহায্য করেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের দক্ষ পুলিশ অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার শ্রী মিতুন কুমার দে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ডায়মন্ড হারবার জেলা পুলিশের মগরাহাট ও উস্তি থানার সার্কেল চীফ অফিসার ইনচার্জ শ্রী রাজু সোনকার এবং মগরাহাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী পিযুষ কান্তি মন্ডল ও মগরাহাট পূর্বে র বিধায়ক শ্রীমতী নমিতা সাহা ও মগরাহাট পূর্বে র পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী রুনা ইসমিন ও মগরাহাট পূর্বে র তৃনমূল দলের সভাপতি ও মগরাহাট পূর্বে র ব্লক উন্নয়ন বোর্ড এর ভাইস চেয়ারম্যান সেলিম লস্কর এবং মগরাহাট পূর্বে র ব্লক উন্নয়ন বোর্ড এর আধিকারিক শ্রী তুহিন সুভ্র মাহন্তি সহ অন্যান্য মগরাহাট থানার পুলিশ অফিসার ও সহকারী কর্মচারীরা।

Daily Frontier News