গৌতম সাহা প্রতিবেদক
. জেলা ব্রাহ্মণবাড়িয়া ৮ই ডিসেম্বর ২০২৪ইং তারিখে আনুমানিক ৬:৪৫ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ হরষপুর বিওপির টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১৯৯৯/৭-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজেন্দ্রপুর নামক স্থান হইতে ২ জন বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে ভারতে গমনকালে আটক করে ।
. আটককৃত (১) বিনা রাণী দাস (৪৫), স্বামী- আকাশ চন্দ্র দাস, গ্রামঃ- লালপুর, পোষ্টঃ- লালপুর, থানাঃ- আশুগঞ্জ, জেলাঃ- ব্রাহ্মণবাড়িয়া।(খ) রিয়া রাণী দাস (১৮), পিতা- আকাশ চন্দ্র দাস, গ্রামঃ- লালপুর, পোষ্টঃ- লালপুর, থানাঃ- আশুগঞ্জ, জেলাঃ- ব্রাহ্মণবাড়িয়া (বিনা রাণী দাস এর মেয়ে)।
. আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীদের জিজ্ঞাসাবাদে জানায়, ভারতের অভ্যন্তরে আগরতলা নামক স্থানে বসবাসরত বিনা রাণী দাস এর স্বামী আকাশ চন্দ্র দাসের (শুটকির ব্যবসা করে) নিকট অবৈধভাবে যাওয়ার সময় ৮ই ডিসেম্বর ২০২৪ইং তারিখে হরষপুর বিওপির টহল দলের নিকট আটক হয়। আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীদের মাধবপুর থানায় মামলা দায়ের করে, হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
. লে কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিজিওএম পিএসসি সিগন্যালস ২৫ বিজিবি মিডিয়া প্রতিনিধি কে বলেন, সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে কোন প্রকার অবৈধ অনুপ্রবেশকারী সীমান্ত অতিক্রম করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics