কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
আজ দক্ষিণ চব্বিশ অন্তর্গত মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর অধীনে হরিহর পুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সরকারি জমি ও সেচ দপ্তরের যায়গায় বেআইনি নির্মাণ কাজ শুরু হয়েছে রাতের অন্ধকারে।এই বিষয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা চুপ রয়েছে বলে জানিয়েছেন হরিহর পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাইহান আলি লস্কর। তিনি ইতিমধ্যেই মধ্যে এই বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসন ও বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছেন। কিন্তু তাতে কোন কাজ হয়নি। তার অভিযোগ যে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছেন যে কোন ভাবেই সরকারি জমি অধিগ্রহণ ও তার উপর বেআইনি নির্মাণ কাজ কেউ করতে পারবে না। কিন্তু পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কে অমান্য করে এবং সেই আদেশ কে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনি নির্মাণ কাজ শুরু করে দিয়েছে অসাধু ব্যবসায়ী ও প্রোমোটাররা।এই বিষয়ে উচ্চ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে কিছু ক্ষেত্রে নিরব দর্শকের ভূমিকা পালন করছে প্রশাসন কর্মকর্তারা।আম আদমি র প্রশ্ন তুলেছেন যে তাহলে কি দিনের পর দিন এই ভাবে সরকারি জমি বেদখল হয়ে যাবে ভূমি দালালদের মাধ্যমে।
সেই সঙ্গে সরকারের নির্দেশ অমান্য করে সেচ দপ্তরের ও পাবলিক ওয়ার্কাস ডিপার্টমেন্টের জমি দখল করে নেবে অসাধু ব্যবসায়ীরা। এমন বেআইনি নির্মাণ কাজ যদি দখল হতে থাকে তাহলে আগামী দিনে সরকারি জমি সাধারণ মানুষের জন্য পরিসেবা দিতে পারবে না সরকার।আমারা ইতিমধ্যেই মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। স্থানীয় পুলিশ প্রশাসন কর্মকর্তারাদের সাথে যোগাযোগ করলে তাতে লাভ হবে বলে মনে হয় না। যদি এই বিষয়ে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করেন এবং স্থানীয় মানুষ এগিয়ে আসেন তাহলে এই বেআইনি নির্মাণ কাজ ও সরকারি সম্পত্তি ও সেচ দপ্তরের যায়গায় বেআইনি নির্মাণ কাজ বন্ধ হতে পারে।।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics