ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
আগামীতে মা দূর্গা আগমন এর আগে বাঙালিদের খুশি করতে ওপার বাংলা থেকে এপারে চলে এল ১০, মেট্রিক টন রুপালি ইলিশ। বহু দিন ধরে ভারতের মানুষ তাকিয়ে ছিল ওপার বাংলার ইলিশ মাছের আশায়। কিন্তু বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অন্যরকম থাকার কারণে থমকে যায় বাংলাদেশের সাথে আন্তর্জাতিক বহি বানিজ্যিক সম্পর্ক। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে চলে এসেছে তাদের স্বপ্নের ওপার বাংলার রুপালি পদ্মা নদীর ইলিশ। এদিন ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত প্রেট্রোপল স্হল বন্দর দিয়ে প্রায় ১০, মেট্রিক টন ইলিশ এসেছে হাওড়ার পাইকারি বাজারে। তবে এই ইলিশের দাম পড়বে প্রতি কেজি করে ১৪০০, থেকে ১৫০০, টাকা। ওজন প্রায় দুই কেজি ও তার উপরে রয়েছে।এর ফলে আগামী দিনে মা দূর্গা আগমন এর আগে বাঙালিদের খুশি করতে ওপার বাংলার ইলিশ। এতে খুশি বাঙালিরা। তবে ভারত সরকারের পক্ষ থেকে আরও পদ্মার ইলিশ ও সাথে রুপালি ইলিশের দেশ চাঁদ পুরের ইলিশ মাছ এর চাহিদা মেটাতে কতটা সক্ষম হবে বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার তা নিয়ে চিন্তা র ভাঁজ ফেলেছে ব্যাবসায়ীরা। এখন দেখার বিষয় আগামী দিনে ভারতে কতটা বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করতে পারে এদের ব্যাবসায়ীরা তা দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে।।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics