Daily Frontier News
Daily Frontier News

মাওবাদীদের মারণাস্ত্র যোগান দিত কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা, চার্জশিট পেশ এন আই এর।।

 

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এন আই এর সদস্যরা তদন্ত করে দেখেছেন যে ভারতের বিভিন্ন যায়গায় নিশিদ্ধ ঘোষিত মাওবাদী কমিউনিস্ট সেন্টারের সদস্যদের বিভিন্ন ভাবে মারণাস্ত্রের যোগান দিত কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। তাদের মধ্যে বি এস এফের সাবেক কনস্টেবল কার্তিক বেহারা এবং সি আর পি এফের অবিনাশ কুমার সহ মোট ১১,জন, ভারতের কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের বিরুদ্ধে চার্জশিট পেশ করেন। তারা প্রত্যেকেই ভারতের মহারাষ্ট্র ও বিহার রাজ্যের এবং ঝাড়খণ্ড ও ওড়িশা এবং ছত্তিসগড় এবং মধ্যপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যের মধ্যে মাওবাদীদের কাছে এ কে ৪৭,রাইফেল, এবং গোলাবারুদ সংগ্রহ করে যোগান দিত। তাদেরকে জেরা করে এমন তথ্য পেয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা। আজ ভারতের ঝাড়খণ্ড রাজ্যের একটি আদালতে চার্জশিট পেশ করার আগে এমন গুরুতর অভিযোগ করেন। ভারতের গোয়েন্দা সংস্থা জানান যে, ভারতের সামরিক বাহিনীর সদস্যদের ফেলে যাওয়া গোলাবারুদ লোপাট করে এবং ভূয়া এনকাউন্টারের নাম করে গোলাবারুদ খরচ দেখিয়ে সেগুলো এক যায়গায় করে মাওবাদী কমিউনিস্ট পার্টির নেতা অমন সাহুকে তুলে দিত। সেই সাথে ভারতের সেনাবাহিনীর সাথে জঙ্গিদের মধ্যে যে লড়াই চলতো, সেখানে লড়াই শেষে পড়ে থাকা গোলাবারুদ সংগ্রহ করে তা মাওবাদী কমিউনিস্ট পার্টির সদস্যদের কাছে পৌঁছে দিত। এখন তদন্ত করে ভারতের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থা দেখছেন যে সরষের মধ্যে ভূতের বাসা করে থাকার কারণে মাওবাদীদের কাছে আগাম খবর ও গোলাবারুদ পৌঁছে যেত ধৃত ভারতের সামরিক বাহিনীর সদস্যদের কাছ থেকে। তবে এন আই এ গোয়েন্দা সংস্থা কাছে আগে থেকেই এই তথ্য ছিল। ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে রাচির এন আই এ আদালতে চার্জশিট পেশ করেন।এবং এদের বিরুদ্ধে কোর্ট অব মার্শাল জারি করে বিচার শুরু হবে।।

Daily Frontier News