কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
আজ সুন্দর বন জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মগরাহাট পশ্চিমের উস্তি কে সি পি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি ভোটার তালিকা সংশোধন লিস্ট করার জন্য কর্মী সভার আয়োজন করা হয়।এই সভাটি অনুষ্ঠিত মগরাহাট পশ্চিম বিধান সভা কেন্দ্রের কর্মীদের জন্য।এই সভায় বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম বাংলার বিধান সভার সদস্য ও সুন্দর বন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী জয়দেব হালদার বলেন, আগামী 2026,শে যে পশ্চিম বাংলায় বিধান সভার নির্বাচন হতে চলেছে, তাতে ভুয়া ভোটার তালিকা তৈরি করে প্রকৃত তৃনমূল কংগ্রেস এর নেতা ও কর্মীদের বাদ দিয়ে বিজেপি ও তার দোসরদের নাম ভোটার তালিকায় তুলে ক্ষমতা দখল করতে চাইছে। তার জন্য প্রকৃত অর্থে সকল তৃনমূল দলের নেতা ও কর্মীদের এখন থাকতে সজাগ দৃষ্টি রাখতে হবে। সেই সঙ্গে ভোটার তালিকা দলের নেতা ও কর্মীদের নাম উঠেছে কিনা তার উপর দৃস্টি রাখতে হবে। এবং বর্তমান পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে যে গন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে তার উল্লেখ করতে হবে। অন্যদিকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দর বন জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি ও সাবেক মন্ত্রী ও মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা বলেন তার এলাকায় জন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে পশ্চিম বাংলা সরকারের দেওয়া কয়েক কোটি টাকা দিয়েছেন। মানুষের পাশে দাঁড়াতে তিনি সবসময় ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। তার মগরাহাট পশ্চিমের বিভিন্ন যায়গায় পানীয় জলের ব্যাবস্থা ও রাস্তা ঘাট নতুন সড়ক এবং প্রাথমিক ও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তৈরি ও নির্মাণ কাজে তার তহবিল থেকে টাকা দিয়েছেন। পাশাপাশি সাধারণ মানুষের জন্য গন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে সবধরনের সহযোগিতা করছেন। আগামী নির্বাচনে সকল মানুষ কে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করে ফের পশ্চিম বাংলার ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায় কে নিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি আগে থেকেই জনতার দরবারে হাজির হয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তার এলাকায় গন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে সব ধরনের সহযোগিতা করছেন।
তিনি বলেন বিজেপি ও তার দোসরদের আগামী নির্বাচনে পরাস্ত করতে সর্বশক্তি দিয়ে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে ডাক দিয়েছেন। আজকের এই সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এর স্পিকার মুজিবুর রহমান মোল্লা ও পশ্চিম বাংলার এসটি ওবিসি সেলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান সেখ ওরফে মন্টু এবং জেলা পরিষদের সদস্য নূর খাতুন বিবি ও মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের নেতা ডাঃ সাজিদুল হক গায়েন এবং শিরা কোল গ্রাম পঞ্চায়েতের প্রধান আবদুর রহমান ওরফে ভুলু এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সুন্দর বন বিভাগের তৃনমূল দলের এসসি ও ওবিসি সেলের সভাপতি ও উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য সঙ্গীতা হালদার। এবং এই সভা থেকে তৃনমূল দলের নেতা ও কর্মীদের ঐক্যবদ্ধ লড়াই করতে নির্দেশ দিয়েছেন মথুরাপুর লোকসভা র এম পি শ্রী বাপি হালদার। আজকের সভাটি পরিচালনা করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এর স্পিকার মুজিবুর রহমান মোল্লা।এই সভায় উপস্থিত মগরাহাট পশ্চিমের বিভিন্ন অঞ্চলের প্রধান ও উপপ্রধান এবং তৃনমূল কংগ্রেস নেতা ও কর্মীরা।।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics