Daily Frontier News
Daily Frontier News

ভারতের ২০২৪শে, মোদী সরকারের বিরুদ্ধে বিরোধী ঐক্য এক হবার ডাক দিলেন মল্লিকার্জুন খাগরে।।

 

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

বিহারের পাটনায় কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল বিজেপি কে পরাজিত করতে ভারতের সব বিরোধী দলের নেতৃত্ব ঐক্যবদ্ধ ভাবে লড়াই করার ডাক দিলেন ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি শ্রী মল্লিকার্জুন খাগরে। আজকের এই বিরোধী দলের নেতৃত্ব নিয়ে বৈঠক করেন ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। এই বিরোধী দলের গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক কেন্দ্রীয় সরকারের মন্ত্রী এবং এন সি পি নেতা শারদ পাওয়ার এবং বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও সাবেক কেন্দ্রীয় রেলওয়ে মন্ত্রী এবং আর জে ডি নেতা লাল্লু প্রসাদ যাদব ও ডি এম কে নেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন এবং জম্মু ও কাশ্মীর এর মুখ্যমন্ত্রী ও প্রক্তন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ফারুক আবদুল্লাহ এবং পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও এস পি নেতা ও উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও বিরোধী দলের নেতা অখিলেশ যাদব ও সহ ভারতের বিভিন্ন রাজ্যের বিরোধী দলের নেতৃত্ব। তারা প্রত্যেকেই চায় আগামী ২০২৪শে, ভারত থেকে বিজেপি ও কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে ভারতের ক্ষমতা দখল থেকে দূরে রাখতে। আগামী দিনে ভারতের জাতীয় বিরোধী দল এবং আঞ্চলিক বিরোধী দল ঐক্যবদ্ধ ভাবে লড়াই করার জন্য ঐক্যমত হয়েছে। এই সভায় ভারতের জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি ও জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ও বিহারের উপমুখ্যমন্ত্রী তেজষী যাদব উপস্থিত ছিলেন।।

Daily Frontier News