Daily Frontier News
Daily Frontier News

ভারতের প্রথম আদিবাসী জনগোষ্ঠীর মহিলা হিসেবে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিলেন দ্রৌপদী মুমু।।

 

 

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

আজ ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিলেন ওড়িশা রাজ্যের ময়ূরভঞ্জ জেলার আদিবাসী জনগোষ্ঠীর মহিলা নেত্রী এবং সাবেক বিজেপি দলের বিধায়ক ও মন্ত্রী এবং সাবেক ঝাড়খণ্ড রাজ্যের রাজ্যপাল দ্রৌপদী মুমু। তিনি মনোনয়ন পত্র জমা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের সরাস্ট্র দপ্তরের মন্ত্রী অমিত শাহ এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিঙ এবং বিজেপি দলের সভাপতি জে পি নাড্ডা সহ বিজেপি ও এন ডি এ র নেতৃত্বের সাথে নিয়ে গিয়ে। দ্রৌপদী মুমু প্রতিদ্বন্দ্বিতা করবেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত এবং ইউ পি এ ও ভারতের বিরোধী দলের সমর্থন নিয়ে সাবেক ভারতের অর্থ মন্ত্রী এবং সাবেক বিজেপি নেতা যশবন্ত সিঙের সাথে। আগামী ২৫,জুন, ভারতের কে রাস্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে যাবে তা দেখার বিষয়। তবে বিধায়ক ও লোকসভা এবং রাজ্যসভার এম পি র দিক থেকে এন ডি এ প্রার্থী দ্রৌপদী মুমু কিছুটা হলেও এগিয়ে আছে। তার উপর তিনি ওড়িশা রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর মহিলা হিসেবে বাড়তি সুবিধা পাবেন এই রাজ্যের শাসক দল বিজেডি দলের প্রধান এবং ওড়িশা রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পাট্রানায়ক তাকে সমর্থন করছে। তবুও যশবন্ত সিঙের সাথে লড়াই হবে এটি বলার অপেক্ষা করে না।।

Daily Frontier News