কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভারতের গনতান্ত্রিক মহিলা সমিতির ডাকে একটি বিশাল মিছিল বের হয়। এই মহা মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের শিক্ষা নীতি ও দ্রব্য মূল্যের বৃদ্ধি র প্রতিবাদে এবং পশ্চিম বাংলা সরকারের নৈরাজ্যবাদী নীতির প্রতিবাদে রাস্তায় নামলেন ভারতের গনতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা। তারা আগামী ৫ই, অক্টোবর দিল্লি রাজপথে মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করবেন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যেমন প্রতিবাদ করবেন। তেমনি পশ্চিম বাংলা র নৈরাজ্যবাদী নীতির প্রতিবাদে তারা সোচ্চার হবেন। তার প্রস্ততি নিয়ে আজকের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভারতের গনতান্ত্রিক মহিলা সমিতির ডাকে মিছিল বের হয়। আজকের এই মহা মিছিলে অংশ নেন ভারতের গনতান্ত্রিক মহিলা সমিতির জেলা কমিটির নেত্রী কমরেড মোনালিসা সিনহা এবং কমরেড মিলি চক্রবর্তী সহ অন্যান্য মহিলা সমিতির সদস্যরা।।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics