ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
এ যেন উল্টো পুরাণ, বাবার প্রথম পক্ষের ছেলে কে নিয়ে চম্পট দিল বাবার দ্বিতীয় পক্ষের বৌ। এমন একটি ঘটনা ঘটেছে ভারতের উত্তরাখণ্ড রাজ্যে। এই ঘটনার পর পুরো এলাকায় শোরগোল বেধে যায়। ইন্দ্ররাম বাবু তার প্রথম পক্ষের স্ত্রী বাবলি কে বিয়ে করেন দ্বিতীয় পক্ষের স্ত্রী আসার প্রায় ১১,বৎসর, আগে। তার পর বাবলির মোট তিনটি সন্তান হয়। এবং ইন্দ্ররাম বাবু র সাথে বাবলির বনিবনা না হওয়াতেই তিনি ১১,বৎসর, পর দ্বিতীয় বিয়ে করে। এবং প্রথম পক্ষের স্ত্রীর ছেলে ইন্দ্ররাম বাবু র বাড়িতে যাতায়াত করতে থাকে। সেই সুযোগে দ্বিতীয় পক্ষের স্ত্রীর সাথে প্রথম পক্ষের ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এবং গতকাল গভীর রাতে ইন্দ্ররাম বাবু র প্রথম পক্ষের ছেলে তার দ্বিতীয় পক্ষের স্ত্রীর নিয়ে পালিয়ে যায়। সেই সুযোগে প্রায় ২০,হাজার, টাকা নিয়ে যায়। খবর দেওয়া হয় পুলিশের কাছে। তারা এই ঘটনা জানতে পেরে তাজ্জব হয়ে যায়। অভিযুক্ত ছেলে ও মা কে ধরার জন্য চেষ্টা চলছে। এই ঘটনার পর এলাকায় হইচই পড়ে যায়।।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics