জয়নাল আবেদীন বিশেষ প্রতিনিধি
. ১২ই নভেম্বর ২০২৪ তারিখ আনুমানিক ১:০০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১৯৯৫/এমপি হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সস্তামোড়া নামক স্থান হতে বাংলাদেশী নাগরিক শ্রী পলাশ চন্দ্র দাস (৩০), পিতাঃ অনিল চন্দ্র দাস, মাতাঃ গীতা রানী দাস, গ্রামঃ চন্ডিপুর, পোষ্টঃ দুলালপুর বাজার, থানাঃ হোমনা, জেলাঃ কুমিল্লাকে অবৈধভাবে ভারতে গমনকালে আটক করে।
. আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ভারতের ত্রিপুরায় বেড়ানোর উদ্দেশ্যে গমন করার সময় অদ্য ১২ই নভেম্বর ২০২৪ তারিখ ধর্মঘর বিওপির টহল দলের নিকট ধৃত হয়। তার নিকট হতে ২টি এন্ড্রয়েড মোবাইল ফোন, বাংলাদেশী নগদ ৪,৪৩০/- টাকা, মালদ্বীপের ১,০৩৫ রুপী, ৫০ ইউরো এবং ২৪২ আমেরিকান ডলার পাওয়া যায়।
. আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীকে মোবাইল ফোন, বাংলাদেশী টাকা এবং বিদেশী মূদ্রা সহ মাধবপুর থানায় মামলা দায়ের করে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
. লেঃ কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, বিজিওএম, পিএসসি, সিগন্যালস্ পরিচালক অধিনায়ক সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) মিডিয়া প্রতিনিধিকে জানান,সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে কোন প্রকার অবৈধ অনুপ্রবেশকারী সীমান্ত অতিক্রম করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics