Daily Frontier News
Daily Frontier News

বালেশ্বর রেলওয়ে দুর্ঘটনার পূর্নাঙ্গ জয়েন্ট কমিটির রিপোর্ট জন সমক্ষে আনতে হবে দাবি অধীরের।।

 

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

আজ ভারতের সাবেক রেলওয়ে দপ্তরের মন্ত্রী এবং ভারতের লোকসভার বিরোধী দলের নেতা এবং জাতীয় কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী বালেশ্বর রেলওয়ে দুর্ঘটনা র পূর্নাঙ্গ জয়েন্ট কমিটির তদন্ত দাবি করেন। এদিন ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও এ আই সি সি সদস্যদের সাথে নিয়ে ওড়িশা রাজ্যের বালেশ্বর রেলওয়ে দুর্ঘটনা র স্হানে পৌঁছে যান। এবং রেলওয়ে দুর্ঘটনা র আহত ব্যাক্তিদের খোঁজ খবর নিতে হাসপাতালে পৌঁছে যান। তিনি আহত ব্যাক্তিদের খোঁজ খবর নেন এবং আহত ব্যাক্তিদের সাথে কথা বলেন। কী করে এতবড় দুর্ঘটনা ঘটেছে তার জয়েন্ট কমিটির সদস্যদের নিয়ে তদন্ত করে তা আম আদমি র কাছে তুলে ধরার দাবি করেন। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আর্থিক ক্ষতিপূরণ এবং সরকারি চাকরি দাবি করেন। ভারতের ওড়িশা র বালেশ্বর রেলওয়ে দুর্ঘটনা য় বর্তমান পর্যন্ত প্রায় ৫০০,জনের, কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে এবং শতাধিক মানুষ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। তাদেরকে দেখতে ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের রেলওয়ে মন্রী ঘটনার স্হানে পৌঁছে যান। অন্যদিকে রেলওয়ে দুর্ঘটনা য় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে এবং হাসপাতালে ভর্তি আহত ব্যাক্তিদের খোঁজ খবর নিতে ঘটনার স্হানে পৌঁছে যান পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে ভারতের রেলওয়ে দুর্ঘটনা য় ক্ষতিগ্রস্ত এবং মৃত্যু হয়েছে এমন ব্যক্তিদের ১০,লক্ষ, টাকা এবং পশ্চিম বাংলা সরকারের পক্ষ থেকে দুই লক্ষ টাকা এবং আহত ব্যাক্তিদের জন্য আর্থিক ক্ষতিপূরণ বাবদ কয়েক লক্ষ টাকা দেওয়া হবে বলে জানা গেছে। তবে বালেশ্বর রেলওয়ে দুর্ঘটনা ভারতের মধ্য প্রথম এতবড় দুর্ঘটনা। এর আগে এমন রেলওয়ে দুর্ঘটনা কেউ দেখেছেন বলে মনে করতে পারছেন না।।

Daily Frontier News