Daily Frontier News
Daily Frontier News

বারুইপুর জেলা পুলিশের জীবন তলা থানার উদ্দোগে রক্তদান শিবির।।

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের অধীনে প্রান্ত গ্রাম অন্চল জীবন তলা থানার উদ্দোগে আজ রক্তদান শিবিরের আয়োজন করেন জীবন তলা থানার অফিসার ইনচার্জ শ্রী সমরেশ ঘোষ। এই রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন পশ্চিম বাংলার বিধান সভার সদস্য এবং পশ্চিম বাংলার তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক এবং সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান ও ক্যানিং পূর্বে র বিধায়ক জনাব সওকাত মোল্লা। এছাড়াও এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বে র টু এর পঞ্চায়েত সমিতি র সহকারী সভাপতি জনাব মোক্তার মোল্লা এবং তৃনমূল দলের অন্যতম নেতা শোয়েব শেখ। এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বে র জীবন তলা ব্লকের বি ডি ও শ্রী প্রনব কুমার মন্ডল সহ অন্যান্য কর্মকর্তারা। এবং এই রক্তদান শিবিরে বহু মানুষ রক্তদান করেন।।

Daily Frontier News