Daily Frontier News
Daily Frontier News

বাংলা আজ যা ভাবছেন, ভারত আগামী কাল তা ভাববে, বি জি বি এস সম্মেলনে, মমতা

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

 

গতকাল পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টেট লেভেল ইনস্টিটিউট এনার্জি কমিটির বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বলেন যে পশ্চিম বাংলা আজ যা ভাবছেন, ভারত আগামী কাল তা ভাবতে শুরু করবে। এই অনুষ্ঠান থেকে প্রায় 212, চুক্তি তে স্বাক্ষর করেন শিল্পপতিদের সাথে। এবং প্রায় চার লাখ চল্লিশ হাজার পাঁচ শত পঞ্চান্ন কোটি টাকার কাজ শুরু হবে। গতকাল বীরভূমের দেউচা কয়লা খনি কর্তৃপক্ষ এবং ভারতের বিশিষ্ট শিল্পপতি আদানি ও এম্বুজা,এস টি এল সহ বহু শিল্পপতিদের শীর্ষ সম্মেলন থেকে এই কাজের ঘোষণা করেন। এবং এই শিল্প এলাকায় প্রায় কয়েক হাজার যুবকের চাকরি র সুযোগ তৈরি হবে।

পশ্চিম বাংলা র শিল্প ও বাণিজ্য কৃষি সম্প্রসারণ অগ্রগতি আনতে সক্ষম হবে তার সরকার। প্রথমে ট্রেনিং দিয়ে দশ হাজার টাকা মাইনে দিয়ে নিয়োগ করা হবে। পরবর্তীতে তাদের দক্ষ শ্রমিক হিসেবে অগ্রাধিকার দেয়া হবে। সেই সঙ্গে ভারতের উন্নত মানের কয়লা খনি উৎপন্ন হবে পশ্চিম বাংলা কলিয়ারি এলাকা থেকে। আজকের এই শীর্ষ শিল্পপতিদের বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলা সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।।

Daily Frontier News