Daily Frontier News
Daily Frontier News

ফিলিস্তিনের গাজায় হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাসদ বিক্ষোভ সমাবেশ করেছে

 

সাংবাদিক,জুনায়েদ সিদ্দিক

 

ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে, জনজীবনে নিরাপত্তা প্রদানের দাবিতে, গণহত্যার বিচার, ফ্যাসিবাদ ও বৈষম্য বিলোপের লক্ষ্যে সংস্কার, দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণার দাবিতে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদের উদ্যোগে আজ ১১ এপ্রিল ২০২৫, শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি আব্দুস সালাম খোকন এবং সঞ্চালনা করেন শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সর্বজনাব ডাঃ মুশতাক হোসেন, করিম সিকদার, আনোয়ারুল ইসলাম বাবু, রোকনুজ্জামান রোকন, এ টি এম মহব্বত আলী, রফিকুল ইসলাম খোকন; সাংগঠনিক সম্পাদক শাজাহান আলী সাজু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এ এফ এম ইসমাইল চৌধুরী, কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ফজলুর রহমান মুরাদ, মহানগর উত্তর শাখার যুগ্ম সম্পাদক মাহবুব মোর্শেদ সেতু, মহানগর দক্ষিণ শাখার যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির, বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল কেন্দ্রীয় সভাপতি গৌতম চন্দ্র শীল প্রমুখ।

জনাব নাজমুল হক প্রধান বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন তথা ফিলিস্তিনীদের জাতিগত নিধন অভিযান সভ্যতার সকল সীমা ছাড়িয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সক্রিয় সমর্থন, মদদ ও আস্কারা পেয়ে ইতিহাসের এ জঘন্য গণহত্যা পরিচালনা করার ঔদ্ধত্য দেখাচ্ছে ইসরায়েল। এই গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশসহ গোটাবিশ্বে ক্ষোভ, ঘৃণা ও প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে। আমরা সে বিক্ষোভের সাথে একাত্মতা প্রকাশ করছি।

অন্যান্য নেতৃবৃন্দ গাজায় ইরায়েলি গণহত্যা ও ফিলিস্তিনীদের জাতিগত নিধনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশে জনজীবনে দুর্ভোগ ও নিরাপত্তাহীনতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ফিলিস্তিনীদের ওপর পরিচালিত গণহত্যার বিরুদ্ধে দেশব্যাপি প্রতিবাদের আড়ালে সুযোগসন্ধানী এক শ্রেণির দূষ্কৃতিকারী কর্তৃক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট-ভাঙ্গচুর-রাহাজানির বিরুদ্ধে নেতৃবৃন্দ প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন। জুলাই আগস্ট গণহত্যার বিচার, ফ্যাসিবাদ ও বৈষম্য বিলোপের লক্ষ্যে সংস্কার ও দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি করে বাংলাদেশ জাসদ নেতৃবৃন্দ আন্দোলন ও নির্বাচনকে ঐক্যবদ্ধভাবে পরিচালনার জন্য সকল গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক শক্তি, পেশাজীবী, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনকে এক মঞ্চে সমবেত হবার আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল দলীয় জাসদ কার্যালয় প্রাঙ্গনে গিয়ে সমাপ্ত হয়।

Daily Frontier News