Daily Frontier News
Daily Frontier News

পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী কাজের খতিয়ান দিতে দুয়ারে উপপ্রধান অ্যাডভোকেট মিকাইল মোল্লা

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

 

.      আসন্ন ২০২৪শে, লোকসভার ভোট প্রায় কাঠগড়ায়। যেকোনো মুহুর্তে ঘোষণা দিতে পারে লোকসভা নির্বাচনে র ঘোষণা , ভারতের নির্বাচন কমিশন। ঠিক সেই মুহুর্তে সময় আর দেরি না করে আম আদমি র দরবারে উপস্থিত হলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তরুণ প্রজন্মের তৃনমূল দলের অন্যতম নেতা এবং মগরাহাট পশ্চিমের উস্তি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অ্যাডভোকেট মিকাইল মোল্লা। তিনি তার গ্রাম পঞ্চায়েতের অধীনে প্রায় প্রতিটি বুথে বুথে ঘুরছেন পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে জন মূখী কাজের বিকাশ লাভ করেছে তার ব্যাখ্যা ও খতিয়ান দিতে। সেই সঙ্গে তৃনমূল দলের পক্ষে হতে জনসংযোগ করতে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন যায়গায় জন মূখী কর্মসূচি পালন করা হয়েছে পশ্চিম বাংলা সরকারের পক্ষ থেকে, তার বিকাশ লাভ করেছে শহর থেকে গ্রাম বাংলায়। জনশিক্ষা ও পানি ও জলের ব্যাবস্থা করা। এবং নতুন রাস্তা ও সড়ক নির্মাণ করা হয়েছে। এবং কন্যাশ্রী ও সবুজসাথী, যুব শ্রী ব্রিজ, রেশন ও প্রানী সম্পদ বিকাশ লাভ এবং মহিলাদের জন্য স্বনির্ভর গোষ্ঠী ও জল ও নৌ বহন এবং গনপরিবহন ও অন্যান্য বিকাশের ক্ষেত্রে যে কাজ করেছেন তা তুলে ধরেন। তার গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষের মধ্যে পশ্চিম বাংলা সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ করেছেন ইতিমধ্যেই তার ব্যাখ্যা দিতে প্রতিটি মানুষের কাছে ছুটছেন। আগামী লোকসভা নির্বাচনে পশ্চিম বাংলা থেকে তৃনমূল দলের এম পি যাতে বেশি যায় তার নির্দেশ ইতিমধ্যেই তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সেই নির্দেশ মেনে তিনি দুয়ারে দুয়ারে ছুটে চলেছে উস্তি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অ্যাডভোকেট মিকাইল মোল্লা।

Daily Frontier News