কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমের উস্হি কে সি পাল উচ্ছ হাই ইস্কুলে পশ্চিম বাংলা সরকারের দুয়ারে সরকার ও জনগণের দরকার কর্মসূচির অংশ নেন মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল দলের সভাপতি জনাব ইমরান মোল্লার ঘনিষ্ঠ এবং মগরাহাট পশ্চিমের বিধায়ক জনাব গিয়াসউদ্দিন মোল্লার কাছের লোক বলে পরিচিত উস্হি টাউন তৃনমূল দলের সভাপতি জনাব সাগির হোসেন সরদার ওরফে ভোলা। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের অভাব ও অভিযোগ শুনা হয় এবং তা প্রতিকার করার ব্যবস্থা করতে সবরকম সহায়তা করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। গরীব লোকদের কাছে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মূলক বিকাশের লক্ষ্যে নিয়ে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার জন্য সকলের কাছে আহব্বান জানান। একই দিনে মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম অঞ্চলের তৃনমূল দলের একনিষ্ঠ সমর্থক ও কর্মী শ্রী প্রিতম ভাই এর ঝড়ের কবলে পড়ে উড়ে যাওয়া বাড়ি দেখতে যান মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের সভাপতি জনাব ইমরান মোল্লা এবং উত্তর কুসুম অঞ্চলের প্রধান জনাব কুতুবউদ্দিন লস্কর এবং মগরাহাট পশ্চিমের মাইনরিটি র সভাপতি জনাব তৌফিক মোল্লা ওরফে বাচ্চু। এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার লিগ্যাল সার্ভিস অথোরিটির সদস্য এবং আলিপুর জেলার জজ কোর্টের আইনজীবী জনাব মিকাইল মোল্লা। তৃনমূল দলের সদস্য শ্রী প্রিতম ঘোষের ভাঙ্গা এবং উড়ে যাওয়া ছাউনি লাগাতে সবধরনের সহায়তা করবেন জানিয়েছেন মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের সভাপতি জনাব ইমরান মোল্লা। তিনি বলেন পঞ্চায়েত থেকে এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজ থেকে বরাদ্দ অর্থ দিয়ে তার বাড়ি ঠিক করে দেবেন। এবং তার পাশে থাকার প্রতিশ্রুতি দেন।।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics