Daily Frontier News
Daily Frontier News

পশ্চিম বাংলার উত্তর ঘোলা জামাতে ইসলামীর উদ্দোগে রক্তদান ও চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির উদ্বোধন

মনোয়ার ইমাম কলকাতা ভারত থেকে 

 

আজ পশ্চিম বাংলা জামায়াতে ইসলামীর হিন্দের, মগরাহাট পশ্চিম উত্তর ঘোলা জামাতে ইসলামী হিন্দের উদ্দোগে রক্তদান ও চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির শুভ উদ্বোধন করেন মগরাহাট পশ্চিমের জামায়াতের অন্যতম প্রধান জনাব ফরিদুল ইসলাম সর্দার। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় শতাধিক মহিলা ও পুরুষ। প্রতি বছরের ন্যায় এই বছরও তারা জামায়াতের আমির মতিউর রহমান সাহেব নির্দেশ মেনে এই মহৎ উদ্দেশ্য নিয়ে রক্তদান কর্মসূচি ও চক্ষু পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির সূচনা করেন। প্রতি বছর জামায়াতের নেতৃত্ব সামাজিক ও সাংস্কৃতিক প্রতিযোগীতা র সাথে সাথেই তারা রক্তদান কর্মসূচি ও চক্ষু পরীক্ষা কর্মসূচির এবং স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ঘোলা জামাতে ইসলামীর সহকারী জনাব ইসমাইল সর্দার ও উত্তর ঘোলা জামে মসজিদের পেশ ইমাম এবং মোহাজ্জেম জনাব সাহাদ হোসেন মোল্লা এবং এবাদাত মোল্লা এবং পশ্চিম বাংলা সরকারের পুলিশের পক্ষ পুলিশ এর এ এস আই জনাব বজলুর রহমান হালদার এবং গৌরবময় উপস্তিত থাকতে চলেছে পশ্চিম বাংলার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জনাব আব্দুর রহিম সাহেব এবং শ্রী রাজ শেখর মন্ডল সভাপতি টেডারস ইউনিয়ন দক্ষিণ চব্বিশ পরগনা ডাঃ ইসমাইল সাহেব কর্ণধার সমাধান নার্সিং হোম, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জামায়াতের আমির জনাব সানোয়ার আলী পৈলান, বিশিষ্ট সমাজসেবী ও ডাঃ তারিকুর জামান সেখ এবং মগরাহাট পশ্চিম মহিলা জামায়াতের আমির সিফা লায়লা। এবং উস্তি র ঘোলা নওয়া পাড়া জেবি জুনিয়র স্কুল এর প্রধান শিক্ষক জনাব আব্দুর রাজ্জাক সর্দার। এই অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেছেন বিশিষ্ট সমাজসেবী ও মানবাধিকারকর্মী জনাব মনোয়ার হোসেন মোল্লা। এই অনুষ্ঠানে বিভিন্ন গ্রাম থেকে মানুষ ও মহিলারা এসে তাদের মূল্যবান রক্ত দান করে যাচ্ছেন। এবং আজ বৈকালে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা ও নানা অনুষ্ঠান।।

Daily Frontier News