Daily Frontier News
Daily Frontier News

পশ্চিম বাংলার উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থীদের শুভেচ্ছা বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

 

সারা পশ্চিম বাংলায় শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরিক্ষা। এই বছরও কয়েক লাখ ছাত্র ও ছাত্রী পরিক্ষা বসেছে। এই উচ্চ মাধ্যমিক পরিক্ষা উপলক্ষে ছাত্র ও ছাত্রীদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃনমূল দলের সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবার লোকসভা র এম পি অভিষেক ব্যানার্জি।আজ সারা পশ্চিম বাংলার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমে মোট পাঁচটি উচ্চ বিদ্যালয়ে পরিক্ষা বসেছে ছাত্র ও ছাত্রীরা। এবং তাদেরকে পরিক্ষা সেন্টারে আসতে কোন অসুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সবধরনের ব্যাবস্থা করছেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের উস্তি থানার ভারপ্রাপ্ত আধিকারিক আব্দুল মারজান সাহেব। এবং তাকে সাহায্য করেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী রাহুল গোস্বামী আই পি এস ও ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাল শ্রী মিতুন কুমার দে এবং ডায়মন্ড হারবার মহাকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ।আজ সকালে পশ্চিম বাংলার বিধান সভার সদস্য গিয়াসউদ্দিন মোল্লা তার মগরাহাট পশ্চিমের মোট পাঁচটি পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করতে বের হয়েছেন। মগরাহাট পশ্চিমের উস্তি উচ্চ বিদ্যালয় ও শ্রী চন্দা উচ্চ বিদ্যালয় ও মড়াপাই করমন্ড উচ্চ বিদ্যালয় এবং সিরাকোল সহ আরো কিছু উচ্চ বিদ্যালয়ে পরিক্ষা সেন্টারে পরিদর্শন করতে বের হন। পরিক্ষা সেন্টারে পরিদর্শন ও ঠিক মতো পৌঁছে গেছে কি না প্রশ্ন পত্র তার তদারকি ও খোঁজ নিচ্ছেন উস্তি থানার ভারপ্রাপ্ত আধিকারিক আব্দুল মারজান সাহেব। সেই সঙ্গে তার এলাকায় পরিক্ষা সেন্টারে কড়া নিরাপত্তার ব্যবস্থা জোরদার করছে।।

Daily Frontier News