Daily Frontier News
Daily Frontier News

দিল্লিতে বিরোধী ঐক্যবদ্ধ জোটের রাস্ট্রপতি নির্বাচনে মমতা ফারুক আবদুল্লার নাম ঘোষণা করেন।।

 

 

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

আজ ভারতের বিরোধী ঐক্যবদ্ধ জোটের রাস্ট্রপতি নির্বাচনে জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার নাম ঘোষণা করেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেই সঙ্গে পশ্চিম বাংলার সাবেক রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর নাম প্রস্তাব করেন। এদিন ভারতের প্রায় আঠারো টি বিজেপি বিরোধী ঐক্যবদ্ধ জোটের রাস্ট্রপতি প্রার্থী হিসেবে ফারুক আবদুল্লার নাম যখন ঘোষণা করেন ঠিক সেই সময় ভারতের জাতীয় কংগ্রেসের সদস্য শ্রী মল্লিকা অর্জুন খাগরে এবং জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং সমাজবাদী পার্টির সদস্য রামকৃপাল যাদব ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চা র শিবু সোরেন এবং আর জে ডি তেজষী যাদব ও ডি এম কে র স্টালিন এবং সহ বিভিন্ন পার্টির সদস্যরা উপস্তিত ছিলেন। তবে এই বৈঠকে উপস্থিত ছিলেন না তেলেঙ্গানা রাস্ট্র পার্টি ও আম আদমি পার্টি ও বি জে ডি র নেতৃত্ব। সব ঠিক থাকলে আগামী নির্বাচনে রাস্ট্রপতি নির্বাচনে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ফারুক আবদুল্লার মনোনয়ন পত্র দাখিল করতে পারেন।।

Daily Frontier News