Daily Frontier News
Daily Frontier News

তদন্তের জন্য অভিষেক ব্যানার্জী কে ডাকতে অসুবিধা নেই, রায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার।।

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রীমতী অমৃতা সিনহার বেঞ্চ সাফ জানিয়েছেন যে কোন তদন্তের জন্য যদি তৃনমূল দলের নেতা ও লোকসভার সদস্য শ্রী অভিষেক ব্যানার্জী কে দরকার হয় জানার জন্য তাতে অসুবিধা কোথায়। সম্প্রতি পশ্চিম বাংলা র চাকরি ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কুন্তল ঘোষের সঙ্গে তৃনমূল দলের নেতা ও লোকসভার সদস্য শ্রী অভিষেক ব্যানার্জী কে বসিয়ে জ্ঞিগাসবাদ করার জন্য যে রায় দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রী অভিজিৎ গাঙ্গুলী তার উপর চ্যালেঞ্জ করে অভিষেক ব্যানার্জী ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে যায়। এবং তার বিষয়ে কিছু মন্তব্য করার জন্য সেই মামলা থেকে বিচারপতি শ্রী অভিজিৎ গাঙ্গুলী কে সরিয়ে দেওয়া হয় এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রীমতী অমৃতা সিনহার বেঞ্চ এ দেওয়া হয়। আজকের সেই কেস উঠতে বিচারপতি শ্রীমতী অমৃতা সিনহার বেঞ্চ প্রশ্ন করে যে চাকরি ক্ষেত্রে কিছু অনিয়ম হয়েছে তা জানতে যদি অভিষেক ব্যানার্জী কে তদন্তের জন্য ডাকা হয় তাহলে তার আপত্তি কিসের। এবং আগামী দিনে অভিষেক ব্যানার্জী কে তদন্তের জন্য ডাকতে হতে পারে।এমন একটি নির্দেশ দেন। উল্লেখ্য যে বর্তমানে পশ্চিম বাংলা র চাকরি ক্ষেত্রে বিভিন্ন যায়গায় যে ভাবে কোটি কোটি টাকার বিনিময়ে চাকরি চুরির অভিযোগ আসছে এবং তার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এবং এখন পর্যন্ত তৃনমূল দলের নেতা ও মন্রীরা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে জেল খেটেছেন। এই মামলার ন্যায় বিচার পাবার জন্য হাজার হাজার ছেলে ও মেয়েরা আজও কলকাতা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন ও অনশন ধর্মঘট পালিত করছেন। সেই মামলার আসামি যাতে কোন ভাবে ছাড়া না পায় তার জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী প্রথম থেকেই একের পর এক যুগন্তকারী রায় দিয়ে চলেছে। বারে বারে মুখ পুড়ছে শাসক দলের নেতা ও কর্মীদের।।

Daily Frontier News