Daily Frontier News
Daily Frontier News

জামায়াতে ইসলামী হিন্দের ডাকে মগরাহাট পশ্চিম 1, শাখার দাওয়াতে ইজতেমা

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

আজ পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমের 1, জামায়াত ইসলামী শাখার ডাকে দাওয়াতে ইজতেমা অনুষ্ঠিত হয় তুল্লান জামে মসজিদে। এই অনুষ্ঠানে বর্তমান পরিস্থিতিতে ইসলামী চেতনা ও চিন্তাধারার মধ্যেই দিয়ে ইসলাম ধর্ম কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বক্তব্য রাখেন জামায়াত ইসলামী পশ্চিম বাংলা শাখার বক্তারা। ইসলামী চেতনা ও ধর্মীয় প্রসার নিয়ে দিকপাত করা হয়। কোরানের আলোকে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা এবং তার বাস্তবায়ন করা নিয়ে আলোচনা করা হয়েছে। সেই সঙ্গে ইসলামী চিন্তাধারার মধ্যেই দিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন। ইসলাম অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ও সাংস্কৃতিক এবং রাজনৈতিক ভাবে প্রসার করার লক্ষ্যে কাজ করে যেতে হবে বলে মনে করছেন। সেই সঙ্গে জামায়াতের কাজ কে আরো তরান্বিত করতে হবে বলে বক্তব্য রাখেন বক্তব্যে রাখেন। প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্যে দিয়ে শুরু হয় সভার কাজ।তার পর জামায়াতের চিন্তা ধারা নিয়ে আলোচনা ও বক্তব্য রাখেন পশ্চিম বাংলার সাবেক জামায়াতে ইসলামীর আমির জনাব নুরউদ্দিন সাবেক এবং পশ্চিম বাংলার দারুল কাজার দায়িত্ব প্রাপ্ত প্রধান ও ডায়মন্ড হারবার মহাকুমা র উচ্ছ মাধ্যমিক হাই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাহেরুল হক সাহেব। সেই সঙ্গে ইসলামী আলোকে জীবন ব্যবস্থা নিয়ে আলোচনা করেন মাওলানা এ এফ এম খালিদ সাহেব। আজকের এই সভায় জামায়াতের বৃদ্ধি ও মজবুত সংগঠন করা নিয়ে আলোচনা করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জামায়াতের আমির মাওলানা সানোয়ার আলী পৈলান। সবশেষে মগরাহাট পশ্চিমের জামায়াতের উদ্যোগ ও প্রসার লাভ নিয়ে এবং প্রতিটি অঞ্চলে জামায়াতের প্রচার প্রসারিত করতে বক্তব্য রাখেন মগরাহাট পশ্চিমের জামায়াতের সেক্রেটারি জনাব ফরিদুল হক সাহেব। এই সভাটি পরিচালনা করেন ভাই মনোয়ার হোসেন মোল্লা। আজকের এই সভায় প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এবং বাংলাদেশের বন্যায় দুর্গত মানুষের জন্য দোয়া ও তাদের কে আর্থিক সহায়তা প্রদান করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সবশেষে দোয়া করা হয় বিশ্বের শান্তি কামনায়।।

Daily Frontier News