Daily Frontier News
Daily Frontier News

চোখের জলে বাকরুদ্ধ গলায় তৃনমূল দলের নেতা সেলিম খানের স্বরণ সভায় বক্তরা

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

 

আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর পক্ষ থেকে সাবেক দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য এবং জনস্বাস্থ্য র করমধক্ষ্য এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য প্রয়াত সেলিম খানের স্বরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন বহু বক্তা। সেই সঙ্গে বহু বক্তা কে দেখা যায় সেলিম খানের জনমুখী কর্মসূচি পালন এবং দলের প্রতি কৃতজ্ঞতা র কথা বলতে গিয়ে চোখের জল এসে যায় বহু নেতার। আজকের এই স্বরণ সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর কালেক্টর ও বিডিও আশিক ইকবাল সেখ ও মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান সব্যসাচী গায়েন এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর জনস্বাস্থ্য এবং মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের অন্যতম নেতা মানবেন্দ্র মন্ডল ও উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর পুরত কর্মধক্ষ্য তৌফিক আহমেদ মোল্লা ও মারুফ লস্কর ও রহমাতুল্লাহ লস্কর ও সিরাজুল লস্কর ও উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্যা মিরা মন্ডল ও রিনা ঘোরামী এবং কুনা পুরকায়স্থ এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য নুর খাতুন বিবি এবং জেলা পরিষদের সদস্য তন্দ্রা পুরকায়স্থ এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য আনজুয়ারা খাতুন সহ অন্যান্য উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য ও সদস্যরা উপস্থিত ছিলেন। সেই সঙ্গে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর বিডিও অফিসের কর্মকর্তা কর্মকর্তারা।

Daily Frontier News