Daily Frontier News
Daily Frontier News

গান্ধীজীর আদলে কলকাতায় অশুরের মূর্তি, কেন বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে না প্রশ্ন প্রদীপের।।

 

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

ভারতের জাতীয় সংসদের প্রবীণ সদস্য ও ভারতের জাতীয় কংগ্রেসের অন্যতম নেতা এবং প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক শ্রী প্রদীপ ভট্টাচার্য এম পি সম্প্রতি কলকাতার রুবির মোড়ে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর আদলে একটি বিশ্ব হিন্দু পরিষদের মন্ডপে অশুরের মূর্তি নির্মাণ কে কেন্দ্র করে তোলপাড় পশ্চিম বাংলার রাজ্যের রাজনিতিতে। এদিন বিশ্ব হিন্দু পরিষদের পশ্চিম বাংলার সভাপতি শ্রী চন্দ্র চূড় গোস্বামী র বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা রুজু করার দাবি করেন প্রবীণ রাজনীতিবিদ ও ভারতের রাজ্যে সভার সদস্য শ্রী প্রদীপ ভট্টাচার্য এম পি। তিনি বলেন ভারতের জন্য যে মানুষ টি লড়াই করে ভারতের স্বাধীনতা এনে দিলেন সেই মহা মানুষটি র কে এত ঘৃণ্য কাজ করেন বিশ্ব হিন্দু পরিষদ। এটি মানা যায় না। তিনি দাবি করেন ভারতের সরকার ও পশ্চিম বাংলার সরকারের উচিত অবিলম্বে বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি চন্দ্র চূড় গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা। যদি না নেওয়া হয় তাহলে ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও কর্মীরা রাস্তায় নামতে বাধ্য হবে। শ্রী প্রদীপ ভট্টাচার্য এম পি প্রশ্ন করেন এমন পূজার অনুমতি কেমন করে দিলেন সরকার। যা দেশ ও জাতির মর্যাদা কে কুলোষিত করে। যে গান্ধীজি জীবনের বাজি রেখে ব্রিটিশদের বিরুদ্ধে কলকাতার বেলেঘাটা য় অমরণ অনশন ধর্মঘট করেন। সেই গান্ধীজি কে এমন ভাবে অপমান করা হবে তা মানা হবে না। এই ঘটনার তিব্র নিন্দা করেন ভারতের লোকসভার বিরোধী দলের নেতা শ্রী অধীর চৌধুরী এবং তৃনমূল দলের এম পি সৌগত রায় সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।।

Daily Frontier News