Daily Frontier News
Daily Frontier News

গভীর সুন্দর বন এলাকায় প্রাণী সম্পদ বিকাশের দ্বার উন্মুক্ত করতে এগিয়ে চলেছেন সাদেক লস্কর

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

 

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত গভীর সুন্দর বন বিভাগের ক্যানিং পূর্ব ২নাম্বার, ব্লকের যুব তৃনমূল দলের সভাপতি এবং ক্যানিং পূর্ব ২নাম্বার, বোর্ড এর প্রাণী সম্পদ ব্যবস্থাপনা পরিচালক বিভাগের কর্মধক্ষ্য সাদিক লস্কর এগিয়ে চলেছে। তিনি ইতিপূর্বে তার ব্লক উন্নয়ন বিভাগের বিভিন্ন পঞ্চায়েত সমিতি র পঞ্চায়েত এলাকায় বসবাসকারী সাধারণ গরীব লোকদের মধ্যে ক্যাম্বেল হাঁস ও উন্নত মানের মুরগি পালন করার জন্য কয়েক হাজার উন্নতমানের হাঁস ও মুরগির বাচ্চা দিয়েছেন। তার এলাকায় বসবাসকারী মানুষদের মধ্যে পশুপালন ও কৃষি সম্প্রসারণ হাঁস পালন করার জন্য আরো আত্মনিয়োগ করতে চান। সেই উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান ও পশুপালন বিভাগের প্রধানদের সাথে মিলিত হন। তিনি জেলা পশুপালন বিভাগের কর্মধক্ষ্য শ্রী জয়ন্ত ভদ্র ও পশ্চিম বাংলা র সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শওকত মোল্লা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভূমি ও বন বিভাগের কর্মধক্ষ্য মোক্তার সেখের সহায়তা পাচ্ছেন। তার এলাকায় মানুষ গৃহপালিত পশু ও হাঁস ও মুরগির খামার এবং গবাদি পশুপালন করে অর্থনৈতিক ভাবে উন্নয়ন হোক তার জন্য বদ্ধ পরিকর।।

Daily Frontier News