Daily Frontier News
Daily Frontier News

কেন্দ্রীয় সরকার ও পশ্চিম বাংলা সরকারের বিরুদ্ধে গন আন্দোলন গড়ে তোলার ডাক দিলেন দক্ষিণ চব্বিশ ভারতের জাতীয় কংগ্রেস।।

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

বর্তমান অবস্থায় ভারতের বিভিন্ন যায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট কারি বিজেপি ও পশ্চিম বাংলা র চাকরি ক্ষেত্রে দুর্নীতি বিরোধী শক্তি কে প্রতিহত করতে আম আদমি র কাছে আবেদন জানালেন ভারতের জাতীয় কংগ্রেসের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নেতৃত্ব। এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমে র কালিকাপোতা অঞ্চলে একটি বিরাট পদসভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বাংলা র ভারতের জাতীয় কংগ্রেসের যুব সভাপতি আজাহার মল্লিক ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা র কার্যকারি সভাপতি শৌভিক মুখোপাধ্যায় ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আই এন টি ইউ টি সি সভাপতি জনাব আব্দুস সামাদ ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সেবা দলের সভাপতি সাবির হোসেন মল্লিক এবং পশ্চিম বাংলা র ভারতের জাতীয় কংগ্রেসের কৃষাণ শাখার সাধারণ সম্পাদক সাইদ ইমাম মন্ডল ও মগরাহাট পশ্চিম র সভাপতি শামসুল আলম লস্কর ও আবদুল মজিদ হালদার এবং রূপচাঁদ সাপুই এবং মগরাহাট পশ্চিম র মাইনরিটি সভাপতি সিরাজ গাজী এবং কালিকাপোতা অঞ্চল এর ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি আবদুল আজিম মোল্লা এবং মগরাহাট পশ্চিম র ব্লক ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্ব। এই সভায় উপস্থিত বিভিন্ন যায়গায় থেকে আগত শত শত ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও কর্মীরা।।

Daily Frontier News