কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর কৃষি সম্প্রসারণ ও বিকাশের ক্ষেত্রে গন উন্নয়ন নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে মগরাহাট পশ্চিমের উস্তি ১,নাম্বার, পঞ্চায়েত সমিতি র অধীনে প্রায় কয়েক লক্ষ মানুষের মধ্যে কৃষি সম্প্রসারণ ও বিকাশের ক্ষেত্রে নয়া বিকাশের লক্ষ্যে নিয়ে কাজ করার জন্য আলোচনা করা হয়। সেই সঙ্গে নতুন পদ্ধতিতে ভালো বীজের রোপণ করা এবং উন্নত মানের বীজ বপন করা এবং পযাপ্ত পরিমাণে ফলন পাওয়া র লক্ষ্যে নিয়ে কারার জন্য উস্তি ব্লক উন্নয়ন বোর্ড সহায়তা করবে গরীব প্রান্তিক কৃষকের মাঝে। সেচ ও গভীর নলকূপ এবং খাল ও জলধারা থেকে জল নিয়ে কি ভাবে কৃষি সম্প্রসারণ করা যায় তা নিয়ে আলোচনা করা হয়। সেই সঙ্গে কৃষক মধ্যে উন্নত মানের বীজ দিয়ে বাম্পার ফলনের লক্ষ্যে নিয়ে কাজ করতে চায় মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড কৃষি সম্প্রসারণ দপ্তর। আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়্যারম্যান সব্যসাচী গায়েন এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড ভাইস চেয়ারম্যান মোবারক মোল্লা। এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন কৃষি সম্প্রসারণ বোর্ড এর আধিকারিক নাজির উদ্দিন আহমেদ ও মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর জনস্বাস্থ্য এবং কারিগরি সহায়তায় বিভাগের করমধক্ষ্য মানবেন্দ্র মন্ডল ও মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর গন পরিবহন ব্যবস্থা এবং পুরত কর্মধক্ষ্য তৌফিক আহমেদ মোল্লা ওরফে বাচ্চু মোল্লা ও মগরাহাট পশ্চিমের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর করমধক্ষ্য আনজুয়ারা বেগম ও অন্যান্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা কর্মকর্তারা। তবে এই বৈঠক থেকে জানা যায় যে এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকারের এবং পশ্চিম বাংলা র সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর ক্ষেত্রে কোন সরকারি আর্থিক অনুদান তহবিল আসেনি। তবে তাদের আসা পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব শিগগিরই কৃষি সম্প্রসারণ ক্ষেত্রে আর্থিক অনুদান তহবিল পাঠিয়ে দেবেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics