Daily Frontier News
Daily Frontier News

কুমিল্লা সেক্টরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক ৫৮৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক

 

 

সিনিয়র বিভাগীয় ব্যুরোচীফ সিলেট-চট্টগ্রাম বিভাগঃ-

 

.       ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় তথ্য উপাত্তের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ লক্ষীপুর বিওপির একটি বিশেষ টহলদল কর্তৃক বিজিবি কায়দা কানন ব্যবহার করে ২২শে ডিসেম্বর ২০২৪ইং তারিখে আনুমানিক ০০:৪০ ঘটিকায় সীমান্ত পিলার-২০০২/৪-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীপুর নামক স্থান হইতে মালিক বিহীন অবস্থায় ভারতীয় ফেন্সিডিল-৫৮৪ বোতল আটক করে।

.   আটককৃত ভারতীয় ফেন্সিডিলের সিজার মূল্য প্রায় ২,৩৩,৬০০/- (দুই লক্ষ তেত্রিশ হাজার ছয়শত) টাকা। আটককৃত মাদকদ্রব্য ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের জন্য, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সদরে জমা রাখার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

.     লে কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিজিওএম পিএসসি সিগন্যালস ২৫ বিজিবি মিডিয়া প্রতিনিধি কে বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত দিয়ে যাহাতে ভারত হইতে ফেন্সিডিল সহ কোন প্রকার মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে,  সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং অবৈধ চোরাচালানী মালামাল আটকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান আছে ও থাকবে।

Daily Frontier News