Daily Frontier News
Daily Frontier News

কয়লা পাচার কান্ডে নয়া মোড়, অভিষেক জয়া রুজিয়া ব্যানার্জীর নামে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা পাতিয়ালা হাইকোর্টের।।

 

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

পশ্চিম বাংলার কয়লা খনি কেলেঙ্কারি তে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো বধূ ডায়মন্ডহারবার লোকসভার এম পি এবং তৃনমূল দলের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জী র স্ত্রী রুজিয়া ব্যানার্জীর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ভারতের পাতিয়ালা হাইকোর্ট। এর ফলে রুজিয়া ব্যানার্জীর জামিন মঞ্জুর হবে কি না তা ঠিক হতে পারে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের কাছে। কারণ পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় যে কয়লা খনি কেলেঙ্কারি হয়েছে তাতে নাম জড়িয়ে পড়েছে ডায়মন্ডহারবার লোকসভার সদস্য শ্রী অভিষেক ব্যানার্জী এবং তার স্ত্রী রুজিয়া ব্যানার্জীর নামে এবং রুজিয়া ব্যানার্জীর ভাইয়ের নামে। ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কয়লা খনি কেলেঙ্কারি তদন্তে নামে সি বি আই এবং ইডি। তাদের তদন্ত চলাকালীন তদন্তের জন্য ডায়মন্ডহারবার লোকসভার সদস্য শ্রী অভিষেক ব্যানার্জী র রুজিয়া ব্যানার্জী কে বার বার সি বি আই অফিসে হাজির হবার জন্য তলব করা হয়। কিন্তু প্রতি বারে বারে সি বি আই কে তদন্ত এড়িয়ে যায়। কিন্তু ডায়মন্ডহারবার লোকসভার সদস্য শ্রী অভিষেক ব্যানার্জী ইতিমধ্যেই তিনি সি বি আই ও ইডি অফিসে হাজিরা দেন এবং তদন্তের স্বার্থে সবধরণের সহায়তা করেন। কিন্তু রুজিয়া ব্যানার্জী তদন্তের সহায়তা করেন নি। তিনি সি বি আই কে বিভিন্ন বাহানা দেখিয়ে সি বি আই এবং ইডি র তদন্ত এড়িয়ে যেতে চাইছিলেন। তিনি সি বি আই কে তার কলকাতার বাড়িতে এসে জিগেস বাদ করার জন্য বলেন। এই ঘটনা নিয়ে তৃনমূল দল ও বি জে পির মধ্যে রাজনৈতিক চাপান উত্তর সৃষ্টি হয়। আজ সি বি আই পক্ষ থেকে ভারতের দিল্লির পাতিয়ালা হাইকোর্টের কাছে রুজিয়া ব্যানার্জীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার নির্দেশ চান এবং তা পাতিয়ালা হাইকোর্টের বিচারপতি মঞ্জুর করেন। সেই সঙ্গে রুজিয়া ব্যানার্জীর ভাইয়ের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এই কয়লা খনি কেলেঙ্কারি তে অভিষেক ব্যানার্জী র শ্যালক জড়িত ছিলেন বলে সি বি আই দাবি করেছেন। এই কেসের শেষ কোথায় তা দেখার জন্য ভারতবর্ষের মানুষ কে কিছু দিন অপেক্ষা করতে হবে।।

Daily Frontier News