Daily Frontier News
Daily Frontier News

কঠোর নিরাপত্তা র মধ্যে আজ থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র গঙ্গা সাগর মেলা।।

 

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

আজ থেকে শুরু হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাগরতী র শেষ তীরে গঙ্গা সাগর মেলা ও সূর্যের প্রনাম করে গঙ্গা সাগরের তীরে স্থান। এই পবিত্র গঙ্গা সাগর মেলা উপলক্ষে সারা পৃথিবীর বিভিন্ন যায়গায় থেকে এবং ভারতের বিভিন্ন যায়গায় থেকে লক্ষ লক্ষ ভক্তদের সমগোম হয়েছে। সূদুর ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে থেকে শুরু করে ভারতের গুজরাট ও রাজস্থান ও মহারাষ্ট্র ও তেলেঙ্গানা ও উত্তর প্রদেশ দিল্লি ও হরিয়ানা রাজ্যের উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে থেকে ভক্তদের ভীড় জমেছে। এই পবিত্র গঙ্গা সাগর মেলা উপলক্ষে সনাতন ধর্মের পবিত্র স্থান শ্রী শ্রী কপিল মুনির আশ্রমে চারিদিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে পশ্চিম বাংলার সরকার। সেই সাথে ভারতের আধা সামরিক বাহিনীর সদস্যরা কঠোর পরিশ্রম করে গঙ্গার বুকে পাহারা দিচ্ছে। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার মন্ত্রী সভার বিষেশ টিম গঙ্গা সাগর মেলা অবস্থান করছেন। নদীপথে দুর্ঘটনা এড়াতে সজাগ ভাবে তৈরি রাখা হয়েছে ভারতের প্রকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর সদস্যদের। নদী বক্ষে কড়া পাহারায় রয়েছে ভারতের নৌবাহিনীর একটি টিম। ভারতের বিভিন্ন যায়গায় থেকে আগত ভক্তদের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য কলকাতা থেকে গঙ্গা সাগর মেলা পযন্ত পুলিশের ক্যাম্প স্থাপন করেছে। বিষেশ করে ডায়মন্ডহারবার জেলা পুলিশের সুপার শ্রী ধৃতিমান সরকার আই পি এস ও সুন্দর জেলা পুলিশ সুপার এবং ডায়মন্ডহারবার মহাকুমা র এস ডি পি ও শ্রী মিতুন কুমার দে এবং কাকদ্বীপ এস ডি পি ও এবং মগরাহাট থানা ও উস্তি থানা র সি আই শ্রী বাসুদেব বাগ এবং মগরাহাট থানা ও সি এবং উস্তি থানা র ওসি ডায়মন্ডহারবার থানা র ওসিরা দিন রাত জেগে গঙ্গা সাগর মেলায় আগত ভক্তদের যাতে অসুবিধা না হয় এবং পরিবহন ব্যবস্থা যাতে কোন ধরনের সমস্যা না হয় তা দেখভাল করছে। এবার গঙ্গা সাগর মেলায় পশ্চিম বাংলার গোয়েন্দা সংস্থা ও ভারতের গোয়েন্দা সংস্থা ডিউটি দিচ্ছে। যাতে করে কেউ নাশকতা কাজ না করতে পারেন। গঙ্গা সাগর মেলায় আগত ভক্তদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রতি নরেন্দ্র মোদী ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও লোকসভার বিরোধী দলের নেতা শ্রী অধীর চৌধুরী।।

Daily Frontier News