Daily Frontier News
Daily Frontier News

ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে আজ কলকাতায় মুসলিম পার্সোনাল ল বোর্ড এর বৈঠক

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

 

আজ কলকাতার একাডেমী অফ ফাইন আর্টস এর সভা ঘরে সকলে সারা ভারত অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এর পক্ষ থেকে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভা থেকে আগামী 2025, সালে, ভারতের লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়ে যাওয়া মুসলিম উম্মাহর ওয়াকফ সম্পত্তি উপর যে কালা আইন পাশ করা হয়েছে তা প্রত্যাহার এর দাবিতে আলোচনা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলা র মুসলিম পার্সোনাল ল বোর্ড এর সদস্য ডাঃ রইচঊদ্দিন সাহেব ও পশ্চিম বাংলা জামায়াতের আমীর ডাঃ মশিউর রহমান এবং ফুরফুরা শরীফের পীর সাহেব হজরত মাওলানা সৈয়দ শাহ মেহরাব সিদ্দিকী এবং পীর সাহেব মিনহাজ উদ্দিন সিদ্দিকী এবং ইসলামী আন্দোলন এর নেতা কামারুজ্জামানের এবং জমিয়তে উলামায়ে হিন্দ এর মুসলিম পার্সোনাল ল বোর্ড এর সদস্য। এছাড়াও আরো মুসলিম পার্সোনাল ল বোর্ড এর সদস্যরা হাজির ছিলেন। সকলেই ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনে ভারত থেকে ওয়াকফ কালা আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করবে বলে জানিয়েছেন। এবং এই আন্দোলন এর ঢেউ গিয়ে পড়বে দিল্লিতে।

সেই সঙ্গে আজ সকালে কলকাতার রামলীলা ময়দানে পশ্চিম বাংলার জমিয়তে উলামায়ে হিন্দ এর ডাকে ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। এখান থেকে ডাক দেওয়া হয় আগামী দিনে মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ তাদের জান মাল এর বিনিময়ে তারা ওয়াকফ কালা আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করবে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলা জমিয়তে উলামায়ে হিন্দ এর সভাপতি ও পশ্চিম বাংলার মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী ও মুসলিম উম্মাহর আন্দোলন এর নেতা কামারুজ্জামানের সহ অন্যান্য মুসলিম উম্মাহর চিন্তাবিদ ও আলেম ওলামারা।।

Daily Frontier News