কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আজ গভীর রাতে ভারতের ওড়িশার গঞ্জাম জেলায় দাবিঙবাড়িতে এক ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পশ্চিম বাংলার হাওড়া জেলার উদয়নারায়ণপুরের মোট ৫,জনের। এবং একজনের বাড়ি হুগলি জেলায়। ঘটনার স্হানে পৌঁছে গেছে ওড়িশার গঞ্জাম জেলার পুলিশের আধিকারিকরা। গত ২৩,মে, পশ্চিম বাংলার হাওড়া জেলার উদয়নারায়ণপুর থেকে মোট ৬০,জন, ভ্রমণকারীদের নিয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের ভাই জ্যাক এর উদ্দেশ্য রওনা দেন। গতকাল গভীর রাতে বাসটি একটি খাদের কাছে ট্রানিঙ নেওয়ার সময় টলমল করতে করতে খাদের মধ্যে পাল্টি খায়। উল্টে যায় বাসটি। ঘটনার স্হানে মৃত্যু হয় মোট ছয়জনের। এর মধ্যে হাওড়া জেলার উদয়নারানপুর এর সুলতানপুরের বাসিন্দা মৌসুমী দেড়ে, সুপ্রিম দেড়ে, রিয়া দেড়ে, সঞ্জীব পাত্র ও বর্নালী মান্না এবং হুগলি জেলার বাসিন্দা স্বপন গুচ্ছাইত। খবর পেয়ে ঘটনার স্হানে ছুটে গেছেন মৃত ব্যক্তিদের আত্মীয় স্বজনরা। এই ঘটনার খবর পেয়ে পশ্চিম বাংলা সরকারের পক্ষ থেকে উড়িষ্যার প্রাদেশিক সরকারের সাথে যোগাযোগ করে আহত মোট ২৫,ব্যাক্তিকে, ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছেন। দুর্ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সরকারের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে।।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics