Daily Frontier News
Daily Frontier News

এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলের কাছে আবেদন এস ডি পি ও সাকিব আহমেদের

 

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

 

আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উস্তি থানাতে, মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষের সাথে সম্পত্তি সারা দেশে এর সঙ্গে পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় ওয়াকফ কালা বিল প্রত্যাহার এর দাবিতে উত্তাল হয়েছে।এর আন্দোলনের মুখে বহু যায়গায় হিংসাত্মক ঘটনা ও সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে প্রাণহানি র মতো ঘটনা ঘটেছে। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পশ্চিম বাংলার পুলিশের ডি জি পি শ্রী রাজীব কুমার আই পি এস সহ অন্যান্য জেলার পুলিশ সুপার নিজ জেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবধরনের ব্যাবস্থা নিয়েছেন। আজ বৈকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি থানাতে ডায়মন্ড হারবার মহাকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ সাবেক নিজের এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মুসলিম পার্সোনাল ল বোর্ড এর সদস্যদের সঙ্গে এবং মগরাহাট পশ্চিম জমিয়তে উলামায়ে হিন্দ এর নেতৃত্বের সঙ্গে আলোচনার করেন। সেখানে এলাকার শান্তি প্রিয় মানুষের মধ্যে যাতে কোনোভাবেই অশান্তি সৃষ্টি না হয় এবং ওয়াকফ কালা আইন নিয়ে কোথাও ঝামেলা না হয় তার জন্য সকলের কাছে আবেদন করেন। সেই সঙ্গে এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় পুলিশ প্রশাসন এর সাথে সহোযোগিতা করার জন্য আবেদন জানান।এর আগে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী রাহুল গোস্বামী আই পি এস ও ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাল শ্রী মিতুন কুমার দে সকলের কাছে আবেদন করেছেন যে ওয়াকফ সম্পত্তি আইন নিয়ে যে কালা বিল পাস হয়েছে।তা প্রত্যাহারের দাবিতে আন্দোলন চলছে তা যেন হিংসা কারণ না হয়ে পড়ে।তাই সকলকেই সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করেন। আজকের ডায়মন্ড হারবার মহাকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ এর সাথে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যে বৈঠক অনুষ্ঠিত হয় তা মগরাহাট পশ্চিমের জমিয়তে উলামায়ে হিন্দ র ব্লক নেতৃত্ব উপস্থিত ছিলেন। এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশের উস্তি থানা র পুলিশ অফিসাররা হাজির ছিলেন।তারা সকলেই একমত হয়েছেন যে কোন ভাবেই গুজব ছড়ানো যাবে না। এবং গুজব ছড়িয়ে হিংসা করতে দেওয়া হবে না। সকলেই সতর্ক থাকতে হবে।।

Daily Frontier News