Daily Frontier News
Daily Frontier News

উত্তর প্রদেশের মথুরার মিনা মসজিদ কে সারাতে কোর্টে গেলেন বিশ্ব হিন্দু পরিষদ।।

 

 

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

আজ ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের শ্রী বৃন্দাবন ধামের কাছে শ্রী কৃষ্ণের জন্মভূমি কমপ্লেক্সের পূর্ব দিকে ঠাকুর কেশব দেবের মন্দির লাগোয়া মিনা মসজিদ কে সরানো র জন্য অখিল ভারতীয় বিশ্ব হিন্দু পরিষদের কোষাধ্যক্ষ মথুরার সিভিল আদালতে মামলা দায়ের করেন। বিশ্ব হিন্দু পরিষদের জাতীয় কোষাধ্যক্ষ শ্রী দীনেশ শর্মা এই আবেদন করেন। আজ মথুরার সিভিল আদালতে র বিচারপতি শ্রী জ্যোতি সিঙ র এজলাসে রিট আবেদন করে। তার পরিপ্রেক্ষিতে আগামী দিনে দিনে মথুরার মিনা মসজিদ কে সরানো হবে কি না তার ভার বিচারালয় ঠিক করবেন। কথিত আছে ভারতের মোগল সম্রাট ঔরঙ্গজেব নাকি মথুরার মিনা মসজিদ নির্মাণ করতে গিয়ে শ্রী কৃষ্ণের মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করেন। এবং মথুরার মিনা মসজিদ লাগোয়া যে ঈদগাহ ময়দান রয়েছে তাতে ঈদের নামাজ আদায় করতে বাধা দেওয়া হয়। এবং সেই কেসের বিচার এখনো আদালতে ঝুলছে। তার উপর ফের মিনা মসজিদ নির্মাণ নিয়ে এবং ওখানে নামাজ আদায় করা ও সারাতে ফের ভারতের বিশ্ব হিন্দু পরিষদের কোষাধ্যক্ষ শ্রী দীনেশ শর্মা উঠেপড়ে লেগেছে। তবে ভারতের ধর্মপ্রাণ মুসলমানরা এই মসজিদটি ছাড়তে নারাজ। তারা শেষ দেখে ছাড়বেন বলে জানিয়েছেন।।

Daily Frontier News